গদিচ্যুত হতে চলেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু!

মলদ্বীপের ভাঁড়ার নাকি শূন্য! মাইনাসে রয়েছে দেশের অর্থ ভাণ্ডার। আর তাই গদি হারানোর আশঙ্কায় ভুগছে মহম্মদ মুইজ্জু (Maldivian President Mohamed Muizzu)। ভারত বিরোধী নীতির জেরে শিরোনামে আসা মলদ্বীপের প্রেসিডেন্ট গোটা বিষয়টির মধ্যে ‘ষড়যন্ত্র’ খুঁজে পেয়েছেন। শুধু তাই নয় দেশে অর্থ সঙ্কটের খবর ছড়িয়ে ‘আর্থিক অভ্যুত্থানে’র পরিকল্পনা করা হচ্ছে বলেও মত তাঁর।

রবিবার ব্যাঙ্ক অব মলদ্বীপের তরফে সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ডে বিদেশি লেনদেন বন্ধ করে দেওয়া হলে চারিদিকে বিতর্ক শুরু হয়। এর জেরে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। যদিও বিদেশি লেনদেনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও মলদ্বীপের মুদ্রা রুফিয়ার বিনিময়ে ডলারের লেনদেন এখনও বন্ধ রয়েছে। পিপলস ন্যাশনাল কংগ্রেসের বৈঠকে প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন যে গোটা বিষয়টি সম্পর্কে তিনি অবগত। এবং ইতিমধ্যেই নিজের দলের নেতা- মন্ত্রীদের সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছেন তিনি। কিন্তু ব্যাঙ্ক কী করে সরকারকে না জানিয়ে সিদ্ধান্ত নেবে সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন যাঁরা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন এবং এ ভাবে সরকার ফেলার চেষ্টা করছেন, তাঁদের সবাইকে বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সেই মর্মে তদন্তও শুরু করেছে প্রশাসন। কিন্তু যেভাবে আসন টলমলে পরিস্থিতি তৈরি হয়েছে মুইজ্জুর তাতে অনেকেই বলতে শুরু করেছেন বাংলাদেশের নতুন সরকার কি এর থেকে নতুন শিক্ষা নেবে, উঠছে প্রশ্ন।


Previous articleআমি ভুল বললে আমাকে জানাবেন: আর জি করের মৃতার বাবাকে বললেন কুণাল
Next article৫ দিনে হাজার শুনানি! সুপ্রিম কোর্টের পতাকা উদ্বোধনে দাবি প্রধান বিচারপতির