Wednesday, November 12, 2025

হারিয়েছে অল্প সময়ের গল্প, কঠিন পরিস্থিতিতে নির্যাতিতার প্রেমিকের পাশে লগ্নজিতা 

Date:

Share post:

তেরো বছরের প্রেমের সম্পর্ক এক রাতের নারকীয় ঘটনায় শেষ। প্রেমিক ভাবতে পারেননি তাঁর চিকিৎসক বান্ধবী এত নৃশংসভাবে ধর্ষণ খুনের শিকার হবেন। দাম্পত্যের যে গান বাঁধতে চেয়েছিলেন দুজনে তা এক নিমেষে হারিয়ে গেছে। তবু আজও লগ্নজিতার চক্রবর্তীর (Lagnajita Chakraborty) ‘বেহায়া’ গানের কথা সুরে আর জি করে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর স্মৃতি আঁকড়ে বেঁচে আছে তাঁর প্রেমিক। মৃত প্রেমিকার কলার টিউন ছিল ‘আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো..’। ৩১ বছরে একবুক আশা ও সারা জীবনের কঠিন পরিশ্রম নিয়ে আর জি কর হাসপাতালের এই ডাক্তার তরুণীর বড় পছন্দের ছিল গানখানা। গায়িকা তাই পাশে দাঁড়ালেন নির্যাতিতার প্রেমিকের।

৯ আগষ্ট কলকাতার সরকারি হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে আজ তার প্রতিবাদে সরব গোটা রাজ্য। শহরে দফায় দফায় চলছে মহামিছিল, ‘রাত দখল’ কর্মসূচি। রবিবার নাগরিক মিছিলে পা মিলিয়েছিলেন লগ্নজিতা। সেখানে সংবাদমাধ্যমের সামনে আফশোসের সুরে বলতে শোনা গেল, ‘এত লোককে এত গান শোনাই। এত শো করি সারা বছর ধরে। এই তো সিজন শুরু হবে। ওঁর সঙ্গে দেখা হল না! ওঁর যে ছেলেটির সঙ্গে বিয়ে হওয়ারছিল, তাঁর সঙ্গে দেখা হল না। যদিও তাঁর সঙ্গে আলাদা করে যোগাযোগ করে আমি কথা বলেছি। ওঁর সঙ্গে আমার কথা হয়েছে।’ যদিও কী কথা হয়েছে গায়িকা সেই বিষয়টা প্রকাশ করতে চাননি। তিনি বলেন, ‘আমরা সবাই জীবনে কোনও না কোনও মানুষকে, কখনো না কখনো ভালোবেসেছি। তাদের হয়তো বিয়ে করেছি বা করিনি। বা করতে পারিনি। কাজেই আমরা সকলেই বুঝতে পারছি ওই ছেলেটির মধ্যে দিয়ে কী যাচ্ছে। আমি সেই কথাগুলো জনসম্মুখে এনে ওকে অসম্মান করতে চাই না।’


spot_img

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...