সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দফতর

সিবিআই-এর গ্রেফতারের পর এবার আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ অগস্ট থেকে টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পরে সোমবার সিবিআই গ্রেফতার করেছিল সন্দীপকে।

মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্দীপের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্তের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকেও বিতাড়িত সন্দীপ ঘোষ। সরানো হল মেডিক্যাল কাউন্সিলের প্যানেল ও এথিক্স কমিটি থেকেও। সোমবার সন্ধ্যায় আরজি কর আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

আরও পড়ুন- ধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা’ বিল পাশ, রাজ্যপালকে বলুন সই করতে: শুভেন্দুকে জবাব মমতার

 

Previous articleধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা’ বিল পাশ, রাজ্যপালকে বলুন সই করতে: শুভেন্দুকে জবাব মমতার
Next articleফের নৃশংস গোরক্ষা বাহিনী! হরিয়ানায় ২৫ কিলোমিটার ধাওয়া করে খুন দ্বাদশ শ্রেণীর ছাত্র