আসন্ন আইএসএল-এ নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চায় মহামেডান, চ্যালেঞ্জ নিতে তৈরি সাদা-কালো কোচ

প্রথম বছর ইন্ডিয়ান সুপার লিগে বড় কোনও প্রত্যাশা নিয়ে নামছে না মহামেডান স্পোর্টিং।

১৩ সেপ্টেম্বর থেকে শুরু ২০২৪-২৫ আইএসএল । আসন্ন আইপিএল-এ নতুন দল হিসাবে উঠছে মহামেডান স্পোর্টিং ক্লাব। গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে খুলে গিয়েছে আইএসএল-এর দরজা। ১৬ সেপ্টেম্বর আইএসএল-এর অভিযান শুরু করবে সাদা-কালো ব্রিগেড। প্রথম ম্যাচে মহামেডানের সামনে নর্থইস্ট ইউনাইটেড। নতুন মরশুমে নতুন টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চান মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

প্রথম বছর ইন্ডিয়ান সুপার লিগে বড় কোনও প্রত্যাশা নিয়ে নামছে না মহামেডান স্পোর্টিং। শহরে আইএসএল টিমগুলোর কোচ, ফুটবলারদের মিলনমেলায় মহামেডানের রুশ হেড কোচ সাফ জানিয়ে দেন, ক্লাবের আইএসএল অভিষেকে অভিজ্ঞতা অর্জনই লক্ষ্য। তবে ঘরের মাঠের হোম ম্যাচগুলো থেকে যত বেশি সম্ভব পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে দল।

এই নিয়ে চেরনিশভ বললেন, ‘‘আই লিগের সঙ্গে দেশের সেরা লিগের অনেক পার্থক্য। আইএসএলের দলগুলো অনেক শক্তিশালী। অনেক উন্নতমানের ফুটবলার রয়েছে। তাদের সঙ্গে টক্কর দেওয়াটা কঠিন চ্যালেঞ্জ। প্রথম মরশুমে দারুণ কিছু প্রত্যাশা করছি না। আমাদের সমর্থকদের একটু ধৈর্য ধরতে হবে। ধাপে ধাপে আমরা এগোতে চাই। প্রথম বছর আইএসএল থেকে অভিজ্ঞতা অর্জন করাই লক্ষ্য থাকবে আমাদের।’’

এদিকে দলের ফুটবলার সামাদ আলি মল্লিকও জানান আইএসএল-এ ভালো খেলাই লক্ষ্য তাদের। এই নিয়ে তিনি বললেন, ‘‘আইএসএলে খেলতে পারা আমার কাছে বড় প্রাপ্তি। বাংলার ছেলে হিসেবে আমি ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি। মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে চাই। লক্ষ্য থাকবে প্রথম ছয়ে শেষ করা।’’

আরও পড়ুন- দলে দুই ডিফেন্ডার ইউস্তে ও আনোয়ার, ডিফেন্স নিয়ে কী বললেন কুয়াদ্রাত?


Previous article‘এই কলকাতা আমার অচেনা’, প্রতিবাদী আন্দোলনে হেনস্থার শিকার ঋতুপর্ণা এখনও আতঙ্কে
Next articleডবল ইঞ্জিনের মহারাষ্ট্রে চূড়ান্ত অমানবিক ছবি! শববাহী গাড়ি নেই, সন্তানদের দেহ কাঁধে হাঁটলেন দম্পতি