Thursday, August 21, 2025

R G Kar-কাণ্ডে পরিবারকে টাকা অফার! CBI জানে? প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

ঘরে যখন নিথর দেহ, তখন না কি ডি সি নর্থ অভিষেক গুপ্তা তাঁদের টাকা দিতে চান! বুধবার, রাত দখলের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে আর জি কর হাসপাতালের (R G Kar Medical College And Hospital) সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবার। কিন্তু তার পরেই আর একটি ভিডিও ভাইরাল হয়। (ভিডিও-র সত্যতা জারি করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। যেখানে দেখা যায় সন্তানহারা দম্পতি বলছেন, টাকা দেওয়ার কথা তাঁরা বলেননি। এই নিয়ে বৃহস্পতিবার প্রবল টানাপোড়েন চলে। এবার এই বিষয় নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল (TMC)। দলের তরফ প্রশ্ন তোলা হয়েছে, এই টাকা অফারের কথা সিবিআই জানে?তৃণমূলের (TMC) স্পষ্ট মত, এই ঘটনা নিয়ে রাজনীতি করবেন না।
কয়েকটি প্রশ্ন তুলেছে তৃণমূল।
১. পুলিশ টাকা অফার করেছে, এই কথা কী সিবিআইকে নির্যাতিতার বাবা-মা জানিয়েছিলেন? কারণ একাধিক বার সিবিআই অফিসাররা তাঁদের বাড়িতে গিয়েছে।
২. যদি নির্যাতিতার বাবা-মা এই ঘটনার কথা সিবিআইকে জানিয়ে থাকেন তবে তারা সেই সংশ্লিষ্ট অফিসারকে সামন করেননি কেন?এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যদি সত্যিই পুলিশ অফিসাররা টাকা অফার করে থাকেন তাহলে এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে তদন্তের আওতায় আসা দরকার। কিন্তু কোনটা ঠিক সেটা পরিষ্কার নয়। যদি ভিডিওটি ফেক হয়ে থাকে তবে CBI-কে না জানিয়ে আন্দোলনকারীদের মঞ্চে এসে একথা বলতে হল!

এদিকে নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তাঁর বাবা-মা বলছেন, পুলিশ আমাদের কোনও টাকা অফার করেনি। অথচ বুধবার সাংবাদিক বৈঠকে তাঁরাই অভিযোগ করেছেন, ৯ অগাস্ট এক পুলিশ অফিসার টাকা অফার করেছেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একইসঙ্গ রাজনীতিও। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, পুলিশের পক্ষ থেকে তাঁদের টাকার প্রস্তাব দেওয়া হয়। মেয়ের দেহ যখন ঘরে তখন তাঁকে টাকা দেওয়ার চেষ্টা করেন! কিন্তু তিনি সেই টাকা নেননি। যদিও সেই টাকা সরকারি তরফের আর্থিক সাহায্যের টাকা কি না তা স্পষ্ট করে করেনি নির্যাতিতার পরিবার।










spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...