গুরুতর অসুস্থ CPIM নেতা সীতারাম ইয়েচুরি, ভেন্টিলেটরে চলছে চিকিৎসা

গুরুতর অসুস্থ সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার রাতে তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে তিনি দিল্লির এইমস-এর আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন ৷

গত ১৯ অগাস্ট ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে এইমসে ভর্তি করা হয় ইয়েচুরিকে। তার পর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। যদিও অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। এর মধ্যে বৃহস্পতিবার তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটল। তাই বৃহস্পতিবার রাতে তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। সম্প্রতি তাঁর ছানি অপারেশনও হয়েছিল। সেই কারণে, বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও তিনি কলকাতায় আসতে পারেননি।

আরও পড়ুন- রাজ্যে শস্যবিমা প্রকল্পের সময়সীমা বাড়ল, ক্ষতিপূরণের টাকা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

 

Previous articleরাজ্যে শস্যবিমা প্রকল্পের সময়সীমা বাড়ল, ক্ষতিপূরণের টাকা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে
Next articleশেষ রক্ষা হল না, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন