শীতলকুচির গণধর্ষণে দোষীদের ২৫ বছরের সশ্রম কারাদণ্ড

কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi, Coochbehar) কলেজ ছাত্রীকে গণধর্ষণের (Gangrape) মামলায় তিন দোষীকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন আদালত কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (Fast Track Court) আজম খান। ২০২১ সালের ডিসেম্বর মাসে শীতলকুচি কলেজের ছাত্রীকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ ওঠে তিনজনের বিরুদ্ধে। তদন্ত নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তিন বছর ধরে চলতে থাকা মামলার রায়দান হল শনিবার।

এদিন কোচবিহার জেলা আদালতের সরকারি আইনজীবী চঞ্চলকুমার চক্রবর্তী (Chanchal Kumar Chakraborty) জানান, নির্যাতিতা যখন কলেজ যাচ্ছিলেন তখন জামির হোসেন নামে তাঁর পূর্বপরিচিত এক যুবক গাড়িতে ‘লিফ্ট’ দেন। ওই গাড়িটি চালাচ্ছিল ফিরোজ আলম নামে আরেক যুবক। তাঁরা কলেজছাত্রীকে গাড়িতে তুলে কলেজের রাস্তায় না গিয়ে সোজা চলে যান বামনডাঙা এলাকায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মামলার তৃতীয় অভিযুক্ত রাসেল মিয়াঁ। জামিরের বাড়িতে গিয়ে তিনজনে মিলে ছাত্রীকে গণধর্ষণ করেন। পাশাপাশি নির্যাতনের ভিডিও করে ওই তরুণীকে ব্ল্যাকমেইল করার অভিযোগও ওঠে। তিন বছর ধরে মামলা চলার পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রদানের ভিত্তিতে শনিবার আদালত তিন আসামীকে এক লক্ষ টাকা করে জরিমানা-সহ পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।


Previous articleঅগ্নি ৪ এর সফল উৎক্ষেপণ, কী বিশেষত্ব জানেন?
Next articleকাদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা! তালিকা বেরোতেই পর্দাফাঁস বিজেপি নেতাদের