Tuesday, August 12, 2025

Justice for Konnagar: ‘বিনা চিকিৎসায়’ যুবকের মৃত্যুর প্রতিবাদে মিছিল-মানববন্ধন

Date:

Share post:

জাস্টিস ফর আর জি কর-এর দাবির মধ্যেই এবার আওয়াজ উঠল ‘জাস্টিস ফর কোন্নগর’ (Justice for Konnagar)। আর জি কর হাসপাতালে (R G Kar Madical College And Hospital) বিনা চিকিৎসায় কোন্নগরের যুবকের মৃত্যুর প্রতিবাদে রবিবার রাতে পথে নামলেন কয়েক হাজার মানুষ। কারও হাতে মোমবাতি, আবার কারও হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট। কোন্নগর ডি ওলডি মোড়ে জিটি রোড সংলগ্ন এলাকার আলো নিভিয়ে হাতে মোমবাতি নিয়ে কয়েকশো মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে এই প্রতিবাদ।শুক্রবার কোন্নগরের আহত যুবক বিক্রম ভট্টাচার্যের আর জি কর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বিক্রমের মা বুকফাটা কান্নায় প্রশ্ন তুলেছিলেন, ডাক্তারদের কর্মবিরতি আন্দোলনের জন্য আর কত মায়ের কোল খালি হবে? সন্তানহারা মায়ের দাবি, তাঁর ছেলের মৃত্যুর যেন বিচার হয়।আর কোন্নগরের বিক্রমের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে যখন সকলে সরব, তখনই আবার বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে রিষড়ায়। এসএসকেএম হাসপাতালে রাজীব বিশ্বাস নামে রিষড়ার যুবক পরিষেবা না পেয়ে মারা যান বলে অভিযোগ। এই ঘটনার পরে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ঝড় ওঠে সোস্যাল মিডিয়ায়। ভাইরাল হতে থাকে Justice for Konnagar দাবি।

রবিবার কোন্নগর নাগরিক সমাজের পক্ষ থেকে হাতে মোমবাতি জ্বালিয়ে আর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালন হয়। যেখানে প্রতিবাদীদের সুর ওঠে তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চলছে, চলুক। চিকিৎসকরা আন্দোলনের পাশাপাশি কর্মজীবনে ফিরে আসুন। কারণ বহু সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।

এদিনের মানব বন্ধন কর্মসূচি থেকে মামনি দাস বলেন, আর জি করে তরুণী ডাক্তারের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটেছে প্রথম দিন থেকেই আমরা তার প্রতিবাদ জানিয়েছি। দোষীর ফাঁসির দাবি জানিয়েছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি ডাক্তারবাবুরা প্রতিবাদ জানতে গিয়ে যে কর্মবিরতি পালন করছে তার জন্য সাধারণ মানুষের বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ডাক্তাররা তাদের প্রতিবাদ করছেন করুন। সবাই প্রতিবাদ করছে। কিন্তু তাঁদের প্রতিবাদের কারণে কেনো অন্য মায়ের কোল খালি হবে? গরিব মানুষরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারে না। তাঁদের ভরসা সরকারি হাসপাতাল। তাই সাধারণ অসহায় মানুষ যেন সরকারি হাসপাতালে গিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে তাঁরা যেন সঠিক চিকিৎসা পান। তাই ডাক্তারদের করজোড়ে নিবেদন তাঁরা প্রতিবাদের সাথে সাথে যেন কাজে যোগ দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেন।

আবার একই দিনে বিক্রম ভট্টাচার্যের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে জাস্টিস ফর কোন্নগর দাবি নিয়ে কোন্নগর চলচ্চিত্র মোড়ে কয়েক হাজার মানুষ মশাল মিছিল করে চিকিৎসা পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়। এছাড়াও নাগরিক সমাজ আগামী দিনেও জাস্টিস ফর কোন্নগর দাবি নিয়ে পথে থাকবে বলেও জানায়।










spot_img

Related articles

ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

শহিদ ক্ষুদিরামের ফাঁসির রায়ের ঐতিহাসিক নথি হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখার পরেই তীব্র নিন্দা...

গুঞ্জনের সমাপ্তি, বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ প্রভাস!

প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন...

সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

সংরক্ষণের জটে বারবার রাজ্যের পঠন পাঠন থেকে নিয়োগকে থমকে যেতে হয়েছে। ওবিসি নিয়ে বারবার বিরোধীদের মামলা দায়ের করায়...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ অগাস্ট (মঙ্গলবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...