Wednesday, December 24, 2025

বেড়েছে নিরাপত্তা, সুপ্রিম নির্দেশে ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মুখ্যসচিবের

Date:

Share post:

সব দিক থেকেই নিরাপত্তা বাড়িয়ে চিকিৎসকদের কাজের পরিবেশ তৈরি করেছে প্রশাসন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিকিৎসকদের প্রয়োজন মতো নিরাপত্তা দেওয়ার জন্য আলোচনার অবকাশ রয়েছে বলেও জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

সোমবার আর জি কর মামলার দ্বিতীয় শুনানিতে ফের সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানান। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানান পরিষেবা দেওয়ার দায়িত্বে থাকা চিকিৎসকরা নিজেদের দায়িত্ব থেকে সরে যেতে পারেন না। সেক্ষেত্রে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও নির্দিষ্ট পদক্ষেপের নির্দেশ বাংলার প্রশাসনকে দেওয়া হয়। সেই সঙ্গে সেগুলি নির্দিষ্টভাবে পালন হয়েছে কিনা সেই বিষয়ে নজর রাখতে পুলিশকে নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানান মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, নিরাপত্তার সব রকম ব্যবস্থা করলে রাজ্যসরকার। শৌচালয় থেকে সিসিটিভি, সব দিক বিচার করেই নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজ্যের মানুষের পরিষেবার যে ক্ষতি হয়েছে, তা আরও দীর্ঘায়িত না করে চিকিৎসকদের কর্তব্য পালনের অনুরোধ করেন তিনি। রাজ্য প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়, যে কোনওভাবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন। নিরাপত্তা বাড়ানো ও বদলের পরিকল্পনা নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের থেকে যে কোনও ধরনের পরামর্শ নেওয়ার জন্যও প্রসাশনের দরজা খোলা রয়েছে বলে জানান তিনি।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দাবি করেন, সক্রিয়ভাবে নিরাপত্তা বাড়ানোর কাজ করা হয়েছে। সেই সঙ্গে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনায় দ্রুত পদক্ষেপেরও আশ্বাস দেওয়া হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা, সিসিটিভি, আলো সহ বেসরকারি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। কাজে ফেরার উপযুক্ত পরিবেশ রয়েছে এমন আশ্বাস দিয়ে মুখ্যসচিব জানান, প্রশাসনের বিশ্বাস চিকিৎসকরা তাঁদের অনুরোধ রেখে কাজে ফিরবেন। কারণ চিকিৎসকরাও জানেন তাঁরা পরিষেবা দেওয়ার কাজেই যুক্ত রয়েছেন।

spot_img

Related articles

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...