শান্তির পক্ষে সওয়াল ভারতের, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি

ইউক্রেন-রাশিয়া থেকে শুরু করে ইজরায়েল – হামাস, বিশ্বজুড়ে বাড়ছে বারুদের গন্ধ। যেভাবে রক্ত ঝরছে তাতে গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজার (Gaza) পরিস্থিতি। সেই আবহে শান্তির পক্ষে সওয়াল করল ভারত। রিয়াধে (Riyadh ) বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যুদ্ধবিরতির দাবি করলেন এস জয়শংকর (S Jaishankar)।

গাজায় নিরীহ মানুষের মৃত্যু নিয়ে শোকাহত দিল্লির উদ্বেগের কথা জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী।সোমবার ‘গাল্ফ কোঅপারেশন কাউন্সিল’ (GCC)-এর বৈঠকে জয়শংকর বলেন, ভারত অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায়। এই প্রসঙ্গে নয়া দিল্লি নিজের নীতিগত অবস্থান থেকে এতটুকু সরেনি। এই মুহূর্তে বিশ্বের কোন দেশে এককভাবে কোন নীতি প্রণয়ন করতে পারেনা। একে অন্যের উপর যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে যুদ্ধ তাতে বিঘ্ন ঘটাচ্ছে বলে জানান তিনি। স্বাস্থ্য থেকে সুরক্ষা পরিবহন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছুতেই এক দেশের অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান বজায় রাখা দরকার।সোমবারের বৈঠকে প্যালেস্টাইন প্রসঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানের কথাও বলেন জয়শংকর।


Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleআর্থিক দুর্নীতি মামলায় জামিন অনুব্রত কন্যার, দ্রুতই জেলমুক্তি!