অনন্য নজিরের সামনে  যশস্বী জয়সওয়াল

এই রেকর্ডই ছাপিয়ে যাওয়ার খুব সামনে ভারতের তরুম ওপেনার যশস্বী জয়সওয়াল।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত।অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলেছিলেন, ভারতের মাটিতে বাজবল সম্ভব নয়।তারপরেও ইংল্যান্ড বোলারদের উপর তাণ্ডব চালান যশস্বী জয়সওয়াল। ভারতের প্রথম ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ৭০০-র উপর রান করেছিলেন। একটি ডাবল সেঞ্চুরিও ছিল।বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দু-ম্যাচের টেস্ট সিরিজে অনন্য নজিরের সুযোগ রয়েছে যশস্বী জয়সওয়ালের সামনে।এক ক্যালেন্ডার বর্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার নজির রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামের।এখন তিনি ইংল্যান্ডের কোচের দায়িত্ব সামলেছেন।২০১৪ সালে টেস্ট ক্রিকেটে ৩৩টি ছয় মেরেছিলেন ম্যাকালাম।এই রেকর্ডই ছাপিয়ে যাওয়ার খুব সামনে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল।

তথ্য বলছে,চলতি ক্রিকেট বর্ষে ইতিমধ্যেই টেস্টে ২৬টি ছয় মেরেছেন যশস্বী জয়সওয়াল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও ২৬টি ছয় মেরেছিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেওয়াগও। ২০০৮ সালে ২২টি ছয় মেরেছিলেন সেওয়াগ। এ বার তালিকায় সকলের শীর্ষে ওঠার সুযোগ যশস্বীর।প্রয়োজন মাত্র ৮টি ছয়।











Previous articleRG Kar-কাণ্ডের প্রতিবাদে মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান! প্রতিবাদ কবীর সুমনের, আরেক খুনের বিচারের দাবি
Next article১০ আধিকারিকের পদোন্নতি, উন্নিত আইএএস পদমর্যাদায়