Friday, August 22, 2025

জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকের আমন্ত্রণ, চিঠি মুখ্যসচিবের

Date:

Share post:

মঙ্গলবারের পরে ফের বুধবার। আর জি কর তথা সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থেকে নিরস্ত করতে ফের একবার আলোচনার উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের তরফে পাঠানো মেলের একাধিক ‘ত্রুটি’ তুলে ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি হননি জুনিয়র চিকিৎসকরা। অচলাবস্থা কাটাতে রাজ্য সরকার যে কোনও পদক্ষেপ নিতেই বাকি রাখবে না, তা বুধবার মুখ্যসচিবের পাঠানো বৈঠকের আমন্ত্রণে ফের একবার স্পষ্ট হল।

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে তাঁদের প্রতিনিধি দলের জন্য সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন মঙ্গলবার। কিন্তু তাতে সাড়া দেননি আন্দোলনরত চিকিৎসকরা। উল্টে নানা ফিকির তুলেছিলেন। দাবি করা হয়, কেন আমন্ত্রণ জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তাঁর আমন্ত্রণে তাঁরা যেতে পারবেন না। কেন আমন্ত্রণে লিঙ্গভেদ করা হয়েছে চিকিৎসকদের। সেই সঙ্গে যথেষ্ট বিনয়ের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি করা হয় আন্দোলনরত চিকিৎসকদের তরফে।

যদিও আলোচনায় ইচ্ছুক জানিয়ে ফের ৩.৪৯ মিনিটে নবান্নে মেল করেন আন্দোলনরত চিকিৎসকরা। তারই পাল্টা মুখ্যসচিবের পক্ষ থেকে বুধবার সন্ধ্যা ৬টায় বৈঠকে আমন্ত্রণ জানানো হল জুনিয়র চিকিৎসকদের। চিঠিতে উল্লেখ করা হয়, আলোচনা চেয়ে যে মুক্ত মনের পরিচয় চেয়েছেন চিকিৎসকরা, তাঁর মর্যাদা দিতে জানে প্রশাসন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে দুপক্ষের আলোচনার উপর গুরুত্ব দেওয়া হয় মুখ্যসচিবের চিঠিতে। চিকিৎসকদের ১২ থেকে ১৫ জনের দলকে আমন্ত্রণ জানানো হয়। আগে মেলের মাধ্যমে সেই তালিকা পাঠিয়ে দেওয়ারও বার্তা দেওয়া হয়।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...