নারী নিরাপত্তা নিয়ে বাংলায় এসে ঝুড়ি ঝুড়ি মিথ্যা দাবি করা যোগী আদিত্যনাথের রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের হাড়হিম করা ছবি উঠে এলো। জাতীয় সড়কের উপর অর্ধনগ্ন অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তবে মহিলার মুখ এমনভাবে থেঁতলে দেওয়া হয়েছিল, যে পুলিশের পক্ষে পরিচয়ও জানা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, মহিলাকে ধর্ষণ বা গণধর্ষণ করা হয়েছে।

দুই নম্বর জাতীয় সড়কে কানপুরের গুজৈনি থানা এলাকায় বুধবার সকালে একটি দেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছান কানপুর পুলিশ কমিশনার অখিল কুমার, ডিসিপি সাউথ রবীন্দ্র কুমার। ঘটনাস্থলের কাছাকাছি সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করে পুলিশ। পোশাকের অবস্থা দেখে ধর্ষণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে পরিচয় ঢাকতে যেভাবে মুখ থেঁতলে দেওয়া হয়েছে, তাতে সমস্যায় পুলিশি তদন্তও।
