Sunday, August 24, 2025

প্রথম ম্যাচে হাতছাড়া তিন পয়েন্ট, মুম্বইয়ের সঙ্গে ড্র করে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এর প্রথম ম্যাচে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে জোসে মোলিনার দল। দ্বিতীয়ার্ধে কার্যত ডিফেন্সের ভুলে গোল হজম করে সবুজ-মেরুন। আর দলের এই পারফরম্যান্সে হতাশ বাগান কোচ । মেনে নিলেন ডিফেন্সে এখনও অনেক কাজ বাকি। ডিফেন্সের কারণেই যে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে মেনে নেন বাগান কোচ ।

ম্যাচ শেষে মোলিনা বলেন, “ আমাদের দল খারাপ ফুটবল খেলেনি। কিন্তু কয়েকটা মুহূর্তে ভুল করে ফেলেছে। এই ভুলগুলো শোধরাতে হবে। ছেলেরা ভাল খেলছে, আরও ভাল খেলার চেষ্টা করছে। আমরা আজ জয়ের দোরগোড়ায় ছিলাম। কিন্তু মুহূর্তের ভুলের জন্য তা সম্ভব হয়নি। এই ভুলগুলো বার বার করলে চলবে না। ” এরপরই মোলিনা বলেন, “ এটা মোটেই ভাল নয়। আমি খুশি নই। আমাকেই দলের ছেলেদের ঠিকমতো বোঝাতে হবে। ওরা যাতে এত গোল না খায়, তা নিশ্চিত করতে হবে। প্রতি ম্যাচে এত গোল খাওয়া আমার মোটেই পছন্দ নয়। আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখব।” এদিকে দলের খেলায় হতাশ হলেও, দীপেন্দু বিশ্বাসের খেলায় খুশি মোলিনা। তিনি বলেন, “ দীপেন্দুর খেলায় আমি খুশি। ও ডুরান্ড কাপে কয়েকটা ম্যাচে খেলেছিল। তখনই ঠিক করি ওকে আইএসএলে খেলাব। প্রথম ম্যাচে ওর পারফরম্যান্স ভাল। আনোয়ার চলে যাওয়ার পর একজন ভাল ভারতীয় সেন্টার ব্যাক খুঁজে বার করা মোটেই সহজ ছিল না। দীপেন্দুকে ঠিকমতো তৈরি করতে পারলে আমরা আইএসএলে একজন ভাল ডিফেন্ডার পেতে পারি। আক্রমণেও একজন বাড়তি বিদেশি খেলোয়াড় পেতে পারি। দীপেন্দু পরিশ্রমী ছেলে। নিজেকে প্রমাণ করতে চায়। ওকে ভবিষ্যতেও খেলাব।”

আরও পড়ুন- আজ আইএসএল-এর অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচে লাল-হলুদের সামনে বেঙ্গালুরু

 


spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...