পুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত নতুন বাংলা ছবি ‘বহুরূপী’ (Bohurupi) । সিনেমার শুটিং থেকে শুরু করে টিজারের প্রথম ঝলক প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। গানের ক্ষেত্রেও যে ব্যতিক্রম হবে না সেটা আগে থেকেই জানা ছিল। তাই অস্থির সময় উত্তাল শহরে ‘বহুরূপী’র শিমুল পলাশ গান রিলিজ হতেই একরাশ ভাললাগা ছুঁয়ে গেল ছোট বড় সকলকে। গান শুনে প্রেমে পড়লেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান (A R Rahman)। রীতিমতো টুইট করে টিম ‘বহুরূপী’কে শুভেচ্ছা জানালেন তিনি।

Best wishes to Bonnie Chakraborty and his team for the song launch 🎵 Shimul Polash 😃👍
🔗 https://t.co/uyX1Qy9pCH #Bohurupi#WindowsProductionHouse#ShiboprosadMukherjee#NanditaRoy#BonnieChakraborty
— A.R.Rahman (@arrahman) September 13, 2024
উইন্ডোজের ব্যানারে ‘রক্তবীজ’ পরিচালক জুটির এবারের পুজোর নিবেদন নয়ের দশকের এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির গল্প। ‘বহুরূপী’র চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই আর এসআই সুমন্ত ঘোষাল হয়েছেন আবির চট্টোপাধ্যায়। ছবির গুরুত্বপূর্ণ দুই নারী চরিত্র কৌশানি মুখোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। এই প্রথম শিবপ্রসাদ-কৌশানি প্রেমের রসায়ন ফুটিয়ে তুলছেন বড় পর্দায়। সেই দৃশ্যায়নের ঝলক মিলেছে গানের দৃশ্যে। পাশাপাশি ‘শিমুল পলাশ’ গানে বাংলার লোকগীতিকে একদম নিজস্ব ঘরানায় তুলে ধরার চেষ্টা হয়েছে। আর তাতেই মুগ্ধ রহমান। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বনি চক্রবর্তী এবং তাঁর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন সুরকার। ছবি মুক্তি আগামী ৮ অক্টোবর।
