Friday, August 22, 2025

বিজেপি শাসিত ছত্তিশগড়ে কালোজাদু সন্দেহ! পিটিয়ে খুন পুলিশ-সহ ৫

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে অশিক্ষার অন্ধকার এতটাই গভীর যা থেকে নিস্তার পেলেন না পুলিশ কর্মীও। পিটিয়ে পরিবারের লোকেদের সহ খুন করা হল পাঁচজনকে। ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত সুকমা জেলার একটি গ্রামে শুধুমাত্র কালো জাদু অনুশীলনের সন্দেহেই দুই দম্পতি এবং একজন মহিলাকে পিটিয়ে খুন করা হল। গ্রামেরই একদল লোক এই নারকীয় ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশের তরফ থেকে জানান হয়েছে। ঘটনায় পাঁচ জনকে আটক করে তদন্ত শুরু করছে কন্টা থানার পুলিশ।

সুকমার এটকাল গ্রামের পুরোহিত দাবি করেছিলেন, গ্রামের একটি ছেলে এবং একজন প্রবীণ নাগরিকের আকস্মিক মৃত্যুর কারণ ওই তিন মহিলা এবং দু’জন পুরুষের “কালো জাদু”। আর তাতেই উত্যক্ত হয়ে মৌসম কান্না ও তাঁর স্ত্রী মৌসম বিরি, মৌসম বুচ্চা ও তার স্ত্রী মৌসম আরজো এবং অন্য এক মহিলা কারকা লাছি, এই পাঁচজনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে গ্রামের একদল লোক। এর মধ্যে মৌসম বুচ্চা পুলিশের হেড কনস্টেবল পদে কর্মরত।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন যে গ্রামে কয়েক জন শিশু মারা যাওয়ার পরে, স্থানীয়রা তাদের বাইগা বা স্থানীয় পুরোহিতের সাথে পরামর্শ করেছিল। সেই পুরোহিতের তরফে শিশু মৃত্যুর কারণ হিসাবে মৌসম বুচ্চার পরিবারের কালো জাদুকে দায়ী করা হয়েছিল। অন্যদিকে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত ৫ জন কে গ্রফতার করেছেন। অভিযুক্তরা হলেন সাভলাম রাজেশ, সাভলাম হিডমা, করম সত্যম, কুঞ্জম মুকেশ এবং পোডিয়াম এনকা। চাঞ্চল্যকরভাবে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,“অভিযুক্তদের মধ্যে কোন অনুতাপ বোধ নেই। তাদের ধারণা খুন হওয়া ‘মৌসম কান্না’-র পরিবার সত্যি কালো জাদু করত।”

অন্যদিকে ১২ সেপ্টেম্বর মাত্র ৩ দিন আগে অনুরূপ একটি ঘটনায়, বালোদাবাজার-ভাটাপাড়া জেলায় “কালো জাদু” করার সন্দেহে এক শিশুসহ একই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয় বলে অভিযোগ। তবে এটকাল গ্রামের ঘটনায় মাত্র পাঁচজন দায়ী নয় বলেই দাবি পুলিশের। আরও ১৫ জনের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...