Monday, November 3, 2025

বিজেপি শাসিত ছত্তিশগড়ে কালোজাদু সন্দেহ! পিটিয়ে খুন পুলিশ-সহ ৫

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে অশিক্ষার অন্ধকার এতটাই গভীর যা থেকে নিস্তার পেলেন না পুলিশ কর্মীও। পিটিয়ে পরিবারের লোকেদের সহ খুন করা হল পাঁচজনকে। ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত সুকমা জেলার একটি গ্রামে শুধুমাত্র কালো জাদু অনুশীলনের সন্দেহেই দুই দম্পতি এবং একজন মহিলাকে পিটিয়ে খুন করা হল। গ্রামেরই একদল লোক এই নারকীয় ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশের তরফ থেকে জানান হয়েছে। ঘটনায় পাঁচ জনকে আটক করে তদন্ত শুরু করছে কন্টা থানার পুলিশ।

সুকমার এটকাল গ্রামের পুরোহিত দাবি করেছিলেন, গ্রামের একটি ছেলে এবং একজন প্রবীণ নাগরিকের আকস্মিক মৃত্যুর কারণ ওই তিন মহিলা এবং দু’জন পুরুষের “কালো জাদু”। আর তাতেই উত্যক্ত হয়ে মৌসম কান্না ও তাঁর স্ত্রী মৌসম বিরি, মৌসম বুচ্চা ও তার স্ত্রী মৌসম আরজো এবং অন্য এক মহিলা কারকা লাছি, এই পাঁচজনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে গ্রামের একদল লোক। এর মধ্যে মৌসম বুচ্চা পুলিশের হেড কনস্টেবল পদে কর্মরত।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন যে গ্রামে কয়েক জন শিশু মারা যাওয়ার পরে, স্থানীয়রা তাদের বাইগা বা স্থানীয় পুরোহিতের সাথে পরামর্শ করেছিল। সেই পুরোহিতের তরফে শিশু মৃত্যুর কারণ হিসাবে মৌসম বুচ্চার পরিবারের কালো জাদুকে দায়ী করা হয়েছিল। অন্যদিকে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত ৫ জন কে গ্রফতার করেছেন। অভিযুক্তরা হলেন সাভলাম রাজেশ, সাভলাম হিডমা, করম সত্যম, কুঞ্জম মুকেশ এবং পোডিয়াম এনকা। চাঞ্চল্যকরভাবে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,“অভিযুক্তদের মধ্যে কোন অনুতাপ বোধ নেই। তাদের ধারণা খুন হওয়া ‘মৌসম কান্না’-র পরিবার সত্যি কালো জাদু করত।”

অন্যদিকে ১২ সেপ্টেম্বর মাত্র ৩ দিন আগে অনুরূপ একটি ঘটনায়, বালোদাবাজার-ভাটাপাড়া জেলায় “কালো জাদু” করার সন্দেহে এক শিশুসহ একই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয় বলে অভিযোগ। তবে এটকাল গ্রামের ঘটনায় মাত্র পাঁচজন দায়ী নয় বলেই দাবি পুলিশের। আরও ১৫ জনের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...