যুগরাজের গোলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল

এদিন ভারতকে জয় পেতে বেগ পেতে হয়। শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই।

ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল। এদিন ফাইনালে চিনকে হারিয়ে ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হরমনপ্রীত সিংরা। টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোল যুগরাজ সিং-এর। এই জয়ের ফলে এই নিয়ে পঞ্চম বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত।

এদিন ভারতকে জয় পেতে বেগ পেতে হয়। শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। একের পর এক আক্রমণ শানিয়ে যান মণদীপ-আড়াইজিৎরা। কিন্তু চিনের মরিয়া ডিফেন্সকে ভাঙতে কার্যত কালঘাম ছোটে হরমনপ্রীতদের। টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ গোলদাতা হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। বরং প্রথমার্ধে আক্রমণ করেন চিনের খেলোয়াড়রা। ভালো সেভ করেন গোলকিপার কৃষাণ পাঠক। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে বরং বেশ কয়েকবার ভারতকে বেগ দেয় চিন। তবে শেষমেশ গোল পায় ভারত । ম্যাচের বয়স যখন ৫১ মিনিট। তখন গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন যুগরাজ সিং। ভারতীয় দল প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিল। কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতেরা। প্রথম দু’কোয়ার্টারে ৮৪ শতাংশ সময় বলের দখল ছিল টিম ইন্ডিয়ার । তবু গোলের দরজা খুলতে বেশ পরিশ্রম করতে হল ভারতীয় দলকে। তবে শেষ পর্যন্ত ওই এক গোলই ব্যবধান গড়ে দেয়। যার ফলে চিনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ আরও একবার নিল ভারতীয় দল।

আরও পড়ুন- সুপার সিক্সেও দাপট ইস্টবেঙ্গলের, সুরুচিকে হারাল ৫-০ গোলে


Previous articleসুপার সিক্সেও দাপট ইস্টবেঙ্গলের, সুরুচিকে হারাল ৫-০ গোলে
Next articleবিহারে সরকারি হাসপাতালে শিশুপাচারের ব্যবসা! মাস্টারমাইন্ড রক্ষী