বুধবার এসিএল টু-এর অভিযান শুরু মোহনবাগানের, বাগানের সামনে রাভশান

বুধবার যুবভারতীতে ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপ ফাইনালের পুনরাবৃত্তি ঘটেছে আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। মুম্বইয়ের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করেছে মোহনবাগান। বুধবার যুবভারতীতে ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ অভিযান শুরুর আগে রক্ষণ নিয়ে চিন্তা আরও বাড়ল সবুজ-মেরুন শিবিরে।

এসিএল টু-এ গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বাগানের সামনে তাজিকিস্তানের রাভশান কুলোব। মুম্বই ম্যাচে চোট পাওয়া স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজের এই ম্যাচে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ম্যাচের আগের দিন মঙ্গলবার দলের অনুশীলনে এসে রিহ্যাব করেন আলবার্তো। আলবার্তোকে নিয়ে অস্বস্তির মধ্যে স্বস্তি দিচ্ছেন জেমি ম্যাকলারেন। মঙ্গলবার যুবভারতীতে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন তিনি। অস্ট্রেলীয় বিশ্বকাপারকে বেশ চনমনে দেখিয়েছে। অনুশীলন শেষে সবুজ-মেরুন জনতাকে আশ্বস্ত করে ম্যাকলারেন বলে গেলেন, ‘‘আমি সম্পূর্ণ ফিট। চিকিৎসক ও কোচ অনুমতি দিলে খেলব।’’

আলবার্তো না খেলতে পারলে রক্ষণে পরীক্ষা টম অলড্রেডের। তিনি আশ্বস্ত করে জানালেন, রক্ষণ জমাট রেখে ক্লিন-শিট রাখার চেষ্টা করবেন। রক্ষণ প্রতি ম্যাচে ভুল করলেও তা নিয়ে মাথা ঘামাতে চান না মোলিনা। আবার রাভশানের ফুটবলাররা শারীরিকভাবে এগিয়ে থাকলেও গুরুত্ব দিতে নারাজ মোহনবাগান কোচ। মোলিনা বললেন, ‘‘বিপক্ষের যারা আছে তারা খেলবে। যতটা সম্ভব আমরা সেরা দল নামানোর চেষ্টা করব। প্রতিপক্ষের বাড়তি সুবিধা নিয়ে ভাবতে চাই না। সব দলেই বিভিন্ন ধরনের খেলোয়াড় থাকে। আমাদের ম্যাচ জিততে হলে গোল করতে হবে। আবার গোল খাওয়া চলবে না। চেষ্টা করতে হবে ভুল কম করার।’’

সাত বিদেশি রয়েছে রাভশানের। মোলিনা বললেন, ‘‘তাজিকিস্তানের লিগে রাভশানের ম্যাচ দেখেছি। ছেলেরা সেরা ফুটবল খেলবে বলেই মনে করি। সব ম্যাচই কঠিন। কিন্তু দু’একজন ফুটবলার না থাকলেও বাকিদের নিয়ে আমরা ভাল ফুটবল খেলার চেষ্টা করব।’’

আরও পড়ুন- মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কার মূল্য ঘোষণা আইসিসির


Previous articleভিন্ন রাজনৈতিক মত হলেই আপত্তি! আরজিকরসহ অন্যান্য হাসপাতালেও বাকিদের বাধা কেন? প্রশ্ন কুণালের
Next articleতিলোত্তমার বিচারের জন্য এক সাথে, এক পথে! ডাক মশাল মিছিলের