Sunday, November 2, 2025

বন্যা পরিস্থিতি পরিদর্শনে হুগলিতে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের প্রায় দশটি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ। ডিভিসি রেকর্ড জল ছাড়ায় বিপর্যস্ত হাওড়া থেকে পুরুলিয়ার জনজীবন। শনিবার থেকেই নবান্নে তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযত কাজ শুরু করা হয়েছে। এবার সেই পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বুধবারই তিনি রওনা দিলেন হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে।

একদিকে টানা কয়েকদিনের প্রবল বৃষ্টি। ভরা কোটালে দক্ষিণবঙ্গের নদীগুলি ফুলে জলমগ্ন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামের বিরাট অংশ। ডিভিসি থেকে ছাড়া হয়েছে রেকর্ড পরিমাণ জল। তার উপর ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পর সেখানকার জলাধারগুলি থেকেও ছাড়া হয়েছে প্রচুর পরিমাণ জল। প্রতিবেশি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী সতর্ক করলেও ঝাড়খণ্ড মাইথন, পাঞ্চেতের মতো বড় জলাধারগুলি থেকে ক্রমশ জল ছাড়ার প্রক্রিয়া জারি রয়েছে। ফলে বাংলায় বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

ইতিমধ্যেই নবান্নের তরফে প্রধান সচিব ও সচিবদের ১০ জেলায় দায়িত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জেলাশাসক ও জেলা প্রশাসনকে সাধারণ মানুষের উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন। এবার মুখ্যমন্ত্রী নিজেই হুগলি গেলেন বন্যা পরিস্থিতি পরিদর্শনে। পুরশুড়া এলাকায় প্লাবিত চাষের জমি থেকে বসতি এলাকা। হুগলির নিচু এলাকা হিসাবে পরিচিত পুরশুড়া তো বটেই, বৈদ্যবাটি, চুঁচুড়া পুরসভা এলাকা প্লাবিত হয়েছে। পুরশুড়ায় মুণ্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। শ্রীরামপুর এলাকায় বাঁধ ভাঙার আশঙ্কায় বাসিন্দারা। ওই এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...