বুধের সকালে দিল্লির (Delhi) করোল বাগ এলাকায় একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, NDRF ও দমকলের পাঁচটি ইঞ্জিন। চলছে উদ্ধার কাজ। বাড়ির ভগ্নস্তূপের নীচে এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

দমকলের (Fire Service) তরফে বলা হয়েছে দুপুর পর্যন্ত পর্যন্ত ৮ জনকে উদ্ধার করে প্রত্যেককেই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে জানানো হয়, যে এদিন সকাল ন’টা নাগাদ প্রসাদ নগর পুলিশ স্টেশনে করোল বাগে পঁচিশ স্কোয়ার ফুট এরিয়া জুড়ে তৈরি হওয়া একটি পুরনো বাড়ি ভাঙার খবর আসে। দ্রুত ঘটনাচলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ, দমকলের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। কীভাবে বাড়িটি ভেঙে পড়ল তার তদন্ত শুরু হয়েছে।
