Sunday, January 11, 2026

দায়িত্ব নিয়ে নিরাপত্তা খতিয়ে দেখতে আর জি করে নতুন CP, থানা পরিদর্শনও

Date:

Share post:

আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor Death) এখনও আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। স্বাভাবিক নয় এখনও পরিস্থিতি। আর এর মধ্যেই সামনে পুজো। কার্যত পথে নেমেছেন আম জনতাও। এই পরিস্থিতিতে গোয়েন্দা ও আইবি-কে আরও সক্রিয় থাকার নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নতুন নগরপাল মনোজ ভার্মা।একই সঙ্গে আরও সজাগ এবং সতর্ক হতে হবে বলেও নির্দেশে জানানো হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরেই একেবারে পুরো দমে কাজে নেমে পড়েছেন তিনি (Manoj Kumar Verma)। প্রথম দিনেই একের পর এক বৈঠক করেন ভার্মা। গোয়েন্দা ও আইবি’র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।বৃহস্পতিবার সকালে তিনি টালা থানা(TALA POLICE STATION) পরিদর্শনে যান। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দেন। এরপর তিনি সিঁথি থানা এবং কাশীপুর থানা পরিদর্শনে যান। সেখানেও পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন।আসলে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপর তিনি। কত মামলার তদন্ত এখন চলছে, তার তালিকাও নতুন পুলিশ কমিশনার চেয়েছেন বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার তিনি পৌঁছে গিয়েছেন আরজি কর হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। তার পর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠক করেন।

আরজি কর হাসপাতালে বর্তমানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারাই নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। বৃহস্পতিবার সেই বাহিনীর জওয়ানদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন ভার্মা। সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। আরও সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে। সে সব বিষয়ই খতিয়ে দেখেন ভার্মা।

দায়িত্ব নেওয়ার পরের দিনই লালবাজারের( LALBAZAR) বিভিন্ন বিভাগ নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। পুলিশকে তাদের নেটওয়ার্ক আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন মনোজ বর্মা। গোয়েন্দা বিভাগকে সতর্ক করার পাশাপাশি তাদের কাজের তালিকাও চেয়েছেন নতুন সিপি।থানাগুলিতে কোনও অভিযোগ এলে যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, সেই নির্দেশও দিয়েছেন মনোজ ভার্মা।









spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...