বৃষ্টি কমতেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ

নিম্নচাপ সরে গিয়ে আপাতত পরিষ্কার আকাশ। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাতের (No heavy rain alert) সম্ভাবনা নেই। কিন্তু মেঘলা আকাশ ভ্যানিশ হতেই চড়া রোদে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal)। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। মহানগরীতে মূলত পরিষ্কার আকাশ থাকবে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে দিনভর। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৬ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।


Previous article১০০ টাকার জন্য খুন! বিদ্যাধরী খালে মৎসজীবীর জালে দেহ ঘিরে চাঞ্চল্য
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম