Thursday, August 28, 2025

টাকী বয়েজ স্কুলে সীতারাম ইয়েচুরির স্মরণসভায় স্মৃতিমেদুর কুণাল

Date:

Share post:

টাকী বয়েজ স্কুলে সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দের কৃতজ্ঞতাস্বরূপ প্রয়াত সীতারাম ইয়েচুরির শোকসভা অনুষ্ঠিত হল।তাকে স্মরণ করে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, সাংসদ তহবিলের টাকায় এই স্কুল বাড়িটা করতে আমাদের অনেক সাহায্য করেছিলেন প্রয়াত সিপিএম নেতা। আমরা সাংসদদের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলাম। সেই সময় আমাদের সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি। তিনি ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন। আর এক প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রথম দফায় ২০ লক্ষ টাকা এবং পরে আরও  টাকা দেন। প্রাক্তন ছাত্র হিসেবে আমারও একটা টান ছিল। আমিও সাংসদ তহবিল থেকে ১ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্দ করি। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা মল্লিক বসাক, প্রদীপ ভট্টাচার্য, সীমা দত্ত, অয়ন চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক অমিত গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ রায়-সহ অন্যান্য শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা।

এদিন কুণাল বলেন, যে তিনজন এই ভবন নির্মাণে টাকা বরাদ্দ করেছিলেন, তারা প্রত্যেকেই আলাদা আলাদা দল করেন। কিন্তু তাদের অর্থ সাহায্যে এই ভবনটি নির্মিত হয়েছে। তাই সীতারাম ইয়েচুরি যেদিন মারা যান, সেদিনই আমরা সিদ্ধান্ত নিই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি স্মরণসভা করব।কুণাল এদিন স্মরণ করেন, ইয়েচুরি অত্যন্ত ভালো একজন বক্তা ছিলেন। পার্লামেন্টে তার বক্তব্য শোনার জন্য সবাই মুখিয়ে থাকত। যে কোনও বিষয়ে তার জ্ঞান ছিল অগাধ। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে নিয়মিত সঠিক সময়ে হাজির হতেন তিনি।









 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...