Sunday, August 24, 2025

অশ্বিন-জাদেজার খেলায় মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন্দ্র জাদেজা। এই দুই ক্রিকেটারের ব্যাটিং-এর দাপটে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে ভারত। ১০২ রানে অপরাজিত অশ্বিন। ৮৬ রানে অপরাজিত জাড্ডু। ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা অলরাউন্ডার। আর এই ক্রিকেটারের খেলায় মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় মাতলেন তিনি।

প্রথম দিনের খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, “অশ্বিন ও জাদেজা দুর্দান্ত ইনিংস খেলল। শুধু বড় রান করার জন্য নয়, ওদের খেলার ধরন খুবই উচ্চমানের।” তবে শুধু নিজের দেশের ক্রিকেটার নয়, বাংলাদেশের পেসারদের প্রশংসাও করেছেন মহারাজ। তিনি লেখেন, “বাংলাদেশের এই পেস আক্রমণ খুব ভাল। পাকিস্তানের মাটিতে ওরা যে পাকিস্তানকে হারিয়েছে, এতে অবাক হওয়ার মতো কিছু নেই।”

এদিন ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা অলরাউন্ডার। আর বাংলাদেশের বিরুদ্ধে এই রান করতেই নজির গড়েন অশ্বিন-জাদেজা জুটি। বাংলাদেশের বিরুদ্ধে ১৯৫ রানের পার্টনারশিপ করতেই সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটি গড়েন অশ্বিন ও জাদেজা। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকর ও জাহির খানের মধ্যে। ১৩৩ রান করেছিলেন তাঁরা। সেই রেকর্ড এদিন এই ম্যাচে ভেঙে দেন অশ্বিন ও জাদেজা জুটি। এখনও অপরাজিত রয়েছেন তাঁরা। দ্বিতীয় দিন এই জুটি আরও বড় করার চেষ্টা করবেন ভারতের দুই ব্যাটার। শুধু তাই নয়, ঘরের মাঠে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটিতে দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন ও জাদেজা। এই নজিরে শীর্ষে রয়েছেন কপিল দেব ও সৈয়দ কিরমানি। ভারতের মাটিতে ১৪টি ম্যাচে ৬১৭ রান করেছেন তাঁরা। অশ্বিন ও জাডেজা এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে ৫৯৫ রান করেছেন।

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করতেই, টেস্টে ছটি সেঞ্চুরি হয়ে গেল অশ্বিনের। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ১০০০-র বেশি রানও হয়ে গেল অশ্বিনের।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখাতেই নজির অশ্বিন-জাদেজার


spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...