আজ কলকাতা লিগে মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান

চলতি কলকাতা লিগে নজর কেড়েছে লাল-হলুদের তন্ময় দাস, জেসিন টিকে, আমন সিকে, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্যামল বেসরা।

আজ কলকাতা লিগে মিনি ডার্বি। নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং। গত তিনবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান আগেই খেতাবি দৌড় থেকে ছিটকে গিয়েছে। দীর্ঘদিন পর লিগ জয়ের দোড়গোড়ায় লাল-হলুদ। টানা দশ ম্যাচ জিতে ছুটছে ইস্টবেঙ্গলের জয়রথ।

চলতি কলকাতা লিগে নজর কেড়েছে লাল-হলুদের তন্ময় দাস, জেসিন টিকে, আমন সিকে, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্যামল বেসরা। ম্যাচে অন্যতম ভরসা তারা। গত ম্যাচে সুরুচি সংঘকে পাঁচ গোল দিয়েছিলেন তাঁরা। আর এবার মহামেডানকে হারালে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্টে পৌঁছে যাবে মশালবাহিনী। এরপর সুপার সিক্সে বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেই লিগ ঘরে তুলবে ইস্টবেঙ্গল।

মিনি ডার্বির আগে লাল-হলুদ কোচ বিনো জর্জ বললেন, ‘‘নৈহাটিতে ম্যাচ। ডার্বিতে সমর্থকরাই ভরসা। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলেই পুরো পয়েন্ট পেতে চাই।’’ মহামেডানে চোট সমস্যা রয়েছে। ইসরাফিল দেওয়ান, দীপু হালদার সম্ভবত খেলতে পারবেন না।’’

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নেমেই বিপাকে বাংলাদেশ, হতে পারে বড়সড় শাস্তি


Previous articleহ্যাকারদের কবলে শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল!
Next articleDVC-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর