Wednesday, December 24, 2025

কোপার ফাইনালে পৌঁছাতে নাকি রেফারির সাহায্য নিয়েছিলেন মেসি, বিস্ফোরক স্বীকারোক্তি সেই রেফারির

Date:

Share post:

কোপা আমেরিকা কাপ ফাইনালে পৌঁছাতে নাকি রেফারির সাহায্য নিয়েছিলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। হ্যাঁ ঠিকই শুনছেন। এদিন এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন খোদ সেই রেফারিই। তিনি স্বীকার করে নেন, জার্সির লোভে কোপা সেমিফাইনালের মতো ম্যাচে মেসিকে হলুদ কার্ড দেখাননি তিনি। যদিও এই ঘটনা ২০০৭ সালের। ২০০৭ সালের কোপা আমেরিকা সেমিফাইনালের। সেই ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে খেলেছিল নীল-সাদার দল। ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্তিনা।

সেই ম্যাচ নিয়ে সম্প্রতি রেফারি কার্লোস চান্দিয়া এক সাক্ষাৎকারে জানান, ওই ম্যাচে মেসিকে ইচ্ছা করে হলুদ কার্ড দেখাননি । হলুদ কার্ড না দেওয়ার বিনিময়ে মেসির থেকে জার্সি উপহার পেয়েছিলেন তিনি। এই নিয়ে রেফারি চান্দিয়া বলেন, “ ম্যাচের এক পর্যায়ে হুট করে বল উপরের দিকে তুলে হাত দিয়ে স্পর্শ করে ফেললেন মেসি। সেসময় মেক্সিকোর জন্য অবশ্য গোল করার মতো সুযোগ ছিল না। তাই আমি তাকে বললাম, এটা একটা হলুদ কার্ডের সমান অপরাধ। তবে সেটা আমি দেব না। বিনিময়ে তোমাকে তোমার জার্সি দিতে হবে। আমি তাকে হলুদ কার্ড আর দেখালাম না। তখন ম্যাচের আড়াই মিনিটের মতো বাকি ছিল। স্কোরলাইন ছিল ৩-০। ওই সময় মেসিকে হলুদ কার্ড দেখালে কোপা ফাইনালে খেলার সুযোগ পেত না লিও। ”

চান্দিয়া জানিয়েছেন, মাঠে হলুদ কার্ড না দেখানোর পুরস্কার স্বরূপ মেসির থেকে জার্সি উপহার পেয়েছি। মেসি মাঠেই জার্সি দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি মাঠে না নিয়ে ড্রেসিং রুমে গিয়ে নেই। তবে সেবার আর্জেন্তিনা ফাইনালে উঠলেও কোপা জয় হয়নি তাদের ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...

এক পাতা পড়তে দিন কাবার,জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ পরিচালক!

বলিউডের দিকে তাকালেই এখন শুধু একটাই আলোচনা-আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' (Dhurandhar)সাফল্য। এমন এক ছবি যা শুধু রণবীর সিংকে...

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...