৬৩২ দিন পর টেস্টে ম্যাচে ফিরেই শতরান পন্থের, কুর্নিশ বিরাটের

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পান ঋষভ পন্থ। আর দলে ফিরেই দুরন্ত কামব্যাক ভারতীয় উইকেটরক্ষকের। দ্বিতীয় ইনিংসে করলেন শতরান। ১০৯ রান করেন তিনি। আর সেই সুবাদে টেস্টে ষষ্ঠ শতরান করলেন পন্থ। ২০২২ এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ভারতীয় উইকেটরক্ষক। শতরান আরেক তরুণ ক্রিকেটার শুভমন গিলের। এই দুই ক্রিকেটারের সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৮৭ রান করে ডিক্লেয়র দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের জয়ের জন্য দরকার ৪৫৯ রান।

এভাবেও ফিরে আসা যায়। সেটাই এদিন প্রমান করলেন ঋষভ পন্থ। ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করেন পন্থ। আর প্রত্যাবর্তন করেই শতরান করলেন তিনি। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও চাপের মুখে ভালো ইনিংস খেলেছিলেন পন্থ। করেছিলেন ৩৯ রান। শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি পন্থ। সেই আক্ষেপ তিনি পূরণ করলেন দ্বিতীয় ইনিংসে। পন্থ যখন ব্যাট করতে নামেন তখন তিন উইকেট খুইয়ে চাপে ছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে গিলের সঙ্গে জুটি বেঁধে শুধু যে ভারতের রান সংখ্যাই বাড়াননি, নিজেদের শতরানের ইনিংস গড়েন পন্থ-গিল দুজনে। ১০৯ রানের ইনিংস খেলেন পন্থ। এর আগে টি-২০ বিশ্বকাপে ভালো খেলেছেন পন্থ। অপরদিকে গিল করেন ১১৯ রান ।

আরও পড়ুন- আজ আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে মহামেডান, প্রতিপক্ষ গোয়া

Previous articleজগন্নাথ দর্শনে সাময়িক ‘বাধা’, পুরীর মন্দির কর্তৃপক্ষ জানালো সময়
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম