Tuesday, August 26, 2025

প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম, শোকপ্রকাশ অভিষেকের

Date:

Share post:

প্রয়াত হলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত কয়েকদিন আগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। তারপর গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন সংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রয়াত প্রাক্তন সাংসদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিষেক।

সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুনার হেমব্রম। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুখে ভুগছিলেন। ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির মনোনীত প্রার্থী হন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাস্ত করে জয়ী হন তিনি। গত লোকসভা ভোটে আর বিজেপি থেকে টিকিট পাননি কুনার বাবু। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের কন্যাডোবা এলাকার বাসিন্দা ছিলেন প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাঁওতালি মহল থেকে রাজনৈতিক মহলেও। ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কার্যালয় প্রাক্তন সাংসদ কুনার হেমব্রমের মৃতদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বর্তমান সাংসদ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক গণ সহ নেতৃত্বরা।

আরও পড়ুন- মর্মান্তিক! জামিন পেয়েই যোগীরাজ্যে নির্যাতিতাকে গুলি করে খুন ধর্ষণে অভিযুক্তের

 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...