Friday, November 7, 2025

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত অনুরা দিস্সনায়েকে, শুভেচ্ছা নরেন্দ্র মোদির

Date:

Share post:

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রথম বামপন্থী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন অনুরা দিস্সনায়েকে (Anura Kumara Dissanayake)। সংখ্যাগরিষ্ঠতার মাত্রা সরাসরি পার করতে না পারলেও সর্বোচ্চ ভোটের ভিত্তিতে তিনি রাষ্ট্রপতি ঘোষিত হন। তাঁর নির্বাচনের পরই ভারতের পক্ষ থেকে হাই কমিশনার (High Commissioner) সন্তোষ ঝা তাঁর সঙ্গে দেখা করে অভিনন্দন জানান। দিস্সনায়েকেকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

রবিবার শ্রীলঙ্কার (Srilanka) নির্বাচনের কমিশনের নির্দেশে দ্বিতীয়বার গণনায় জয়ী ঘোষিত হন অনুরা। তাঁর প্রাপ্ত ভোট শতাংশ ৪২.৩। দুর্নীতির ইস্যুতে নির্বাচনী প্রচার চালানো অনুরাকেই বেছে নেন সিংহলীরা। জয়ের পরে তিনি গোটা দেশে ঐক্যের বার্তা দেন। তাঁর কথায়, এই জয় দীর্ঘ বছরের সিংহলী, তামিল, মুসলিম এবং শ্রীলঙ্কায় বসবাসকারী সব সম্প্রদায়ের লড়াইয়ের ফসল। সেই সব সম্প্রদায় একজোট হওয়ার কারণেই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা নির্বাচনে দ্বিতীয় স্থানে লড়াই শেষ করেন। তাঁর প্রাপ্ত ভোট ৪০ শতাংশ। তবে শ্রীলঙ্কার তামিলদের সর্বোচ্চ ভোট তিনিই পেয়েছেন। অন্যদিকে তিন নম্বর স্থানে বিদায়ী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wikramasinghe) থাকলেও তাঁর প্রাপ্ত ভোট শতাংশ খুব কম।

রাষ্ট্রপতি ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুভেচ্ছা জানান অনুরাকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ভারতের নেবারহুড ফার্স্ট (Neighbourhood First) নীতি ও ভিশন সাগর (Vision SAGAR) নীতিতে বিশেষ স্থান জুড়ে রয়েছে শ্রীলঙ্কা। আমাদের বহুমুখী সহযোগিতাকে আরও মজবুত করার জন্য আমি নিবিড়ভাবে অপেক্ষা করছি যাতে আমাদের দেশের মানুষের ও গোটা এলাকার উন্নতিতে ভূমিকা নেবে।” সম্প্রতি চিনের সঙ্গে ভারতের দ্বন্দ্বের প্রেক্ষিতে শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দিনই নরেন্দ্র মোদির এই বার্তা কার্যত চিনকে সতর্কবার্তা বলে রাজনৈতিক মহলের ধারণা।

 

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...