Friday, August 22, 2025

আর জি করে আন্দোলনের জের! বাদ গেল যুবকের পা, বিচার চায় তৃণমূল

Date:

Share post:

দুর্ঘটনায় অচৈতন্য অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল আর জি কর হাসপাতালে (R G Kar Hospital)। দুর্ভাগ্যবশত তখন কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। যে চিকিৎসা ও প্লাস্টার করে বাড়ি পাঠানো হয় যুবককে, তা থেকে দুদিন পরে পচা গন্ধ বেরোতে থাকে। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জানান দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে পা বাদ দিতে হবে। আর সামান্য দেরি হলে প্রাণ সংশয় হত যুবকের, এমনটাও জানান তাঁরা। মঙ্গলবার সেই কাটা পায়ের ময়নাতদন্ত হয় আরেক সরকারি হাসপাতাল এসএসকেএমে (SSKM Hospital)। যুবকের এত বড় ক্ষতির জন্য দায়ী কারা, প্রশ্ন তুলে বিচার দাবি করে রাজ্যের শাসকদল।

আর জি করের চিকিৎসকদের দীর্ঘ কর্মবিরতির ফলে প্রাণ গিয়েছে ২৯ জনের। সরকারের সঙ্গে আলোচনায় এসেও আলোচনায় বসেননি দীর্ঘদিন চিকিৎসকরা। তার ফলে যেভাবে এক যুবক নিজের পা খোয়ালেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি গোটা বিষয়টি বর্ণনা করে বলেন, “সোদপুরবাসী এক যুবক সিঁথির মোড়ে স্কুটি দুর্ঘটনায় পড়েন। কার্যত অচৈতন্য অবস্থায় সেখানকার মানুষ উদ্ধার করেন। কাশিপুর থানার (Cossipore police station) পুলিশ তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যান। আর জি কর হাসপাতালে তখন কর্মবিরতি চলছিল। রোগীদের চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হয়। তারপর কোনও রকমে দায়সারাভাবে পায়ে একটি প্লাস্টার (plaster) করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দুদিন বাদে তিনি পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করেন ও একটি পচা গন্ধ পান।”

যে পরিষেবা সরকারি হাসপাতালে একজন সাধারণ মানুষের পাওয়ার কথা, সেই পরিষেবার বদলে একটা বিরাট ধাক্কা তিনি পান বেসরকারি হাসপাতালে গিয়ে। বেসরকারি হাসপাতালে গিয়ে যুবকের যে অভিজ্ঞতা হয় তার বর্ণনা করতে গিয়ে কুণাল বলেন, “সেখানে চিকিৎসক জরুরি ভিত্তিতে তাঁর প্লাস্টার কাটেন। তাতে দেখা যায় ব্যাকটিরিয়া (bacteria) ভর্তি। পা কালো কুচকুচে হয়ে গিয়েছে, বিষ ছড়িয়ে গিয়েছে। চিকিৎসকরা বলেন হাঁটুর উপরে উঠে এসেছে, আর একটু উপরে উঠলে প্রাণহানির আশঙ্কা ছিল। একমাত্র উপায় পা কেটে বাদ দিতে হবে।”

আর জি কর হাসপাতালে কীভাবে এমন চিকিৎসা হল যেখানে এক যুবকের পা বাদ গেল, তা নিয়ে তদন্তের দাবি জানান কুণাল। তিনি বলেন, “কোন চিকিৎসকের এত বড় ভুলে সেই যুবকের পা কেটে বাদ দিতে হল। আর জি করের দায় সারায়, কোনও রকম কোনও চিকিৎসা না করে বা ভুল চিকিৎসায় প্লাস্টার করে দিলেন। দুদিনের মধ্যে সেই পায়ে বিষ ছড়িয়ে গেল। অবিলম্বে কোন চিকিৎসক এই কাজ করেছেন তাদের পরিচয় সামনে আনা হোক।” সেই সঙ্গে এই ঘটনায় পরিবারের মুখবন্ধের চাপ রয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল নেতা।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...