Wednesday, August 27, 2025

বামেদের মুখে থ্রেট কালচার! জ্যোতি বসুর মন্ত্রীর ‘ইতিহাস’ তুলে ধরলেন কুণাল

Date:

Share post:

বাম আমলে কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন। প্রথমে মন্ত্রিত্ব গেল। দলে থেকে বহিষ্কার। মেয়ের রহস্যমৃত্যু। তার বিচার চেয়েও পাননি। এভাবেই বিনা বিচারে নিঃসঙ্গ হয়ে প্রয়াত হন একদা পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী (Jatin Chakraborty)। আর জি করের ঘটনার পরে রাজনীতির ফায়দা তুলতে যখন বাম নেতা-নেত্রীরা হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ নিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন, তখন বাম আমলে ‘থ্রেটে’র শিকার রাজ্যের মন্ত্রীর কথা তুলে ধরলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

আর জি করের ঘটনার পর জুনিয়র চিকিৎসকরা হাসপাতালের বিভিন্ন পরীক্ষা ও কর্মপদ্ধতিতে থ্রেট কালচারের অভিযোগ তোলেন। অভিযোগ উঠতেই একাধিক চিকিৎসককে বহিষ্কার থেকে বদলির পথে যায় রাজ্যের স্বাস্থ্য দফতর। এই অভিযোগগুলি নিয়ে সিবিআই যেভাবে তদন্ত চালাচ্ছে তাতে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও রকম হস্তক্ষেপ তো করা হয়ইনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন দোষীরা শাস্তি পাবে। আইন আইনের পথে চলবে।

তারপরেও রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তুলতে থ্রেট কালচারকে ইস্যু করে চিকিৎসকদের আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বামেরা। এই পরিস্থিতিতে সিপিআইএমের (CPIM) মুখে যে সমালোচনাটুকুও মানায় না তার প্রমাণ জ্যোতি বসুর (Jyoti Basu) আমলে আরএসপির (RSP) তৎকালীন মন্ত্রী যতীন চক্রবর্তী (Jatin Chakraborty)। কুণাল ঘোষ নিজের সাংবাদিকতা জীবনের স্মৃতি থেকে তুলে ধরেন, পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিরুদ্ধে স্বজনপোষণজনিত বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারির (Bengal LAMPS scam) অভিযোগ তোলেন তখন তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়।

শুধু তাই নয় কুণাল লেখেন, সিপিআইএমের চাপে আরএসপিও দল থেকে তাঁকে সরায়। তারপর কার্যত নিঃসঙ্গ যতীনবাবু কড়েয়ার ফ্ল্যাটে থাকতেন। ভিতর থেকে ভেঙে গিয়েছিলেন। তখন শয্যাশায়ী ছিলেন। অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। এই সময়ে মেয়ের রহস্যমৃত্যুতে আরও ভেঙে যান। ন্যায়বিচার চেয়েছিলেন, পাননি। একসময়ে উপেক্ষার অন্ধকারে প্রয়াত। সিপিআইএমের আমলে এহেন পরিস্থিতির শিকার হয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী। সেই সিপিআইএম বা বামেদের মুখে থ্রেট কালচারের অভিযোগ শুনে কুণালের দাবি, ‘হাসি পায়’।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...