বদলি নিয়ে শিক্ষকদের অসন্তোষ ধোপে টিকলো না। রাজ্যের সিদ্ধান্তকে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্য সরকারের (Government of West Bengal) বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় শিক্ষক সংগঠন। ১৫৭ জন শিক্ষকের করা মামলা খারিজ করে দিয়ে বিচারপতি জে কে মাহেশ্বরী (JK Maheswari) ও বিচারপতি সঞ্জয় কারোলের (Sanjay Karol) বেঞ্চ জানায়, চাইলে যে কোনও জায়গায় শিক্ষক-শিক্ষিকাদের বদলি করতে পারবে স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে রাজ্যের বড় জয় দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এসএসসি-র (SSC) একটি আইন অনুসারে, রাজ্য সরকার চাইলে যে কোনও সময়, শিক্ষকদের যে কোনও জায়গায় বদলি করতে পারে। তবে সবটাই হবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। শিক্ষক সংগঠন এই বিষয়টি মেনে নিতে পারেনি। বাড়ির কাছাকাছি অবস্থিত স্কুলে বদলি না করে কেন অপেক্ষাকৃত দূরের স্কুলে বদলি করা হয়েছে তাদের ? এই প্রশ্ন তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন ১৫৭ জন স্কুল শিক্ষক৷ সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে করা এই মামলার সুপ্রিম শুনানি ছিল বৃহস্পতিবার। সংগঠনের তরফে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন আইনজীবী প্রতীক ধর৷ এদিন শুরুতেই বিচারপতি জে কে মাহেশ্বরী মামলাকারীদের উকিল কে প্রশ্ন করেন কেন সংগঠনের তরফে এই মামলা করা হয়েছে ? স্কুল শিক্ষকরা এই মামলা করেননি কেন ? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি আইনজীবী৷ এর পরেই ডিভিশন বেঞ্চ জানতে চাই যে অপেক্ষাকৃত দূরের স্কুলে বদলি করলে সমস্যা কোথায়? এরপর স্কুল সার্ভিস কমিশনের ১০ সি ধারা বদলি আইনের বৈধতা নিয়ে প্রশ্ন করতে চাইলে শিক্ষকদের আইনজীবীকে থামিয়ে দেন বিচারপতি। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, এসএসসি যে কোনও জায়গায় চাইলে বদলি করতে পারে। এতে কারোর কোনও সমস্যা হওয়ার কথা নয়।
