যাদবপুর (Jadavpur) এলাকায় প্রকাশ্য রাস্তায় মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সেই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে বছর আটান্ন এই মৃতার নাম রীতা মিত্র। প্রাথমিক ভাবে মহিলার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে খবর।

শুক্রবার সকাল সাতটা নাগাদ বাপুজিনগর (Bapujinagar) এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয় । জানা গিয়েছে, এক মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে ১০০ ডায়লে ফোন আসে পুলিশের কাছে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় যাদবপুর থানার (Jadavpur PS) পুলিশকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে। এরপর সেই মহিলাকে শনাক্ত করে এলাকার স্থানীয়রা। দ্রুত তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্বামীর মৃত্যুর পর যাদবপুর থানা (Jadavpur PS) এলাকার শ্যামপল্লিতে একাই থাকতেন এই মহিলা। তবে দুর্ঘটনায় পড়ে গিয়ে এই আঘাত, নাকি অন্য কোন কারণ রয়েছে এই মৃত্যুর ঘটনায়, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠানো হয়েছে।
