ধসে বিধ্বস্ত দার্জিলিং- কালিম্পং, কমছে না উত্তরের দুর্যোগ 

দক্ষিণবঙ্গে রোদের দেখা মিললেও উত্তরের দুর্যোগ কিছুতেই কমছে না। একের পর এক ধসের জেরে বিধ্বস্ত দার্জিলিং- কালিম্পং(Darjeeling Kalimpong)। টানা চার দিনের বৃষ্টিতে বিপদের মুখে পাহাড় এবং সমতলের একাংশ। সেলফিদারা, ২৮ মাইল, শ্বেতিঝোরায় ধসের জন্য সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে। শনিবার ভোররাতেও ফের ধস (Landslide) নেমেছে বলে খবর।

টানা ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে তিস্তায় (Teesta River)। তিস্তাবাজার, সেবক, বাসুসুবা, গজলডোবা-সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। আজও বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন। সিকিমে ফের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় লাল সর্তকতা জারি রাজ্য প্রশাসনের। পাশাপাশি শিলিগুড়িতেও বাড়ছে উদ্বেগ। মহানন্দা নদী ছাড়াও ভারত-নেপাল সীমান্ত মেচি নদীতেও হু হু করে জল বাড়ছে।বাগডোগরায় জলের তলায় ডুবে গিয়েছে এশিয়ান হাইওয়ে। উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে।