ঘোড়ায় চেপে ঘুরতে গিয়ে সব শেষ, কাশ্মীরে মর্মা.ন্তিক পরিণতি হুগলির ব্যবসায়ীর

ভূস্বর্গ (Kashmir) বেড়াতে গিয়ে শখ পূরণ করাই কাল হল বাংলার পর্যটকের। কাশ্মীরে ঘোড়ায় চেপে ঘুরতে গিয়ে ছবি তোলার সময় কোনভাবে পহেলগাঁওতে প্রায় ৬০ ফুট নীচে পড়ে যান হুগলির (Hooghly ) দাসপুরের হাসনান বারোয়ারিতলা ঘোষপাড়ার বাসিন্দা ব্যবসায়ী দেবব্রত ঘোষ (Debabrata Ghosh)। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। খবর আসতেই শোকের ছায়া পরিবারে।

পরিবার সূত্রে জানা যায় ৬১ বছর বয়সী দেবব্রত বীজ ব্যবসায়ী ছিলেন। গত রবিবার বীজ কোম্পানির সঙ্গে কাশ্মীর ঘুরতে যান। শুক্রবার পহেলগাঁও-এ মনোরম দৃশ্য মোবাইল বন্দি করার সময় দুর্ঘটনা ঘটে। ঝর্নার সামনে ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত তিনি পড়ে যান। নীচে পাথরে ধাক্কা লাগায় মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে যেতে মৃত্যু হয়। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ দমদম এয়ারপোর্ট থেকে কফিনবন্দি মৃতদেহ এসে পৌঁছায় তাঁর বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও এলাকাবাসী।