Saturday, January 10, 2026

গ্রেফতার সোনম ওয়াংচু, বনধ লেহ-কার্গিলে: প্রতিবাদ বিরোধীদের

Date:

Share post:

লাদাখের দাবি নিয়ে গান্ধীজির জন্মজয়ন্তীতে দিল্লি পৌঁছানোর লক্ষ্য ছিল সোনম ওয়াংচু (Sonam Wangchuk) সহ প্রায় ১৫০ লাদাখবাসীর। পায়ের তলায় ছাল তুলে, কঠিন লাদাখের পর্বত, নদী, পাথর পেরিয়ে তাঁরা দিল্লির সীমানায় পৌঁছানোর আগেই বিজেপির দমননীতির শিকার সোনম ও তাঁর সঙ্গীরা। হাজার খানেক পুলিশ মোতায়েন করে গ্রেফতার করা হল সোনম ওয়াংচু ও তাঁর অনুগামীদের। এই গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার লেহ (Leh) ও কার্গিলে (Kargil) বনধ ডাকে স্থানীয় মানুষ। বিজেপির এই সিদ্ধান্তে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোনমের সঙ্গে জেলে দেখা করতে চাইলে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশিকে (Atishi) অনুমতি দেয়নি পুলিশ।

দীর্ঘদিন দিন ধরে লাদাখকে (Ladakh) রাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়েছেন সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। সেই সঙ্গে লাদাখের মানুষের কর্মনিশ্চয়তার জন্য দ্রুত সরকারি চাকরি পরীক্ষা ব্যবস্থা শুরু এবং লাদাখ ও কার্গিলের আলাদা জেলা হিসাবে ঘোষণার চার দফা দাবি নিয়ে দিল্লির পথে হাঁটা শুরু করেন লাদাখবাসীরা। সোমবার রাতে পঞ্জাব সীমান্ত দিয়ে দিল্লি ঢোকার পথেই তাঁদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সঙ্গে গ্রেফতার প্রায় ১২০ জন।

এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে লেহ (leh) ও কার্গিল (Kargil) এলাকায় দেখা যায় দোকানপাট খোলেনি। রাস্তাঘাটে সাধারণ মানুষের যাতায়াতও অন্যান্য দিনের থেকে কম ছিল। গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা দায়ের হয়।

পুলিশের দাবি, ৩০ সেপ্টেম্বর থেকে দিল্লির সিঙ্ঘু সীমান্তে (Singhu border) কড়া বিধিনিষেধ লাগু রয়েছে। যেখানে পাঁচজনের বেশি একসঙ্গে রাস্তায় নামা যাবে না। সোমবার লাদাখের বাসিন্দারা সিঙ্ঘুতে পৌঁছাতেই প্রায় এক হাজার পুলিশ তাঁদের একটি বাসে তুলে থানার দিকে রওনা দেয়। সেই পরিস্থিতিতে ভিডিও বার্তায় সোনম জানান দিল্লির পুলিশ (Delhi police) ইচ্ছা করেই তাঁদের গান্ধীঘাট যেতে বাধা দিয়েছে। তাঁরা চায় না লাদাখবাসীরা কোনওভাবে নিজেদের পদযাত্রা পূর্ণ করুক।

বিজেপির নির্দেশে দিল্লি পুলিশের এই অতি সক্রিয়তার নিন্দা করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ধরনের পদক্ষেপ কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলেই তিনি দাবি করেন। মঙ্গলবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা বাওয়ানা থানা (Bawana police station), যেখানে জেলবন্দি রয়েছেন সোনম ও তাঁর অনুগামীরা, সেখানে যান। কিন্তু তাঁকে লাদাখবাসীদের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বিজেপির এই পদক্ষেপকে চরম স্বৈরতান্ত্রিক দাবি করে সোনমের পাশে থাকার বার্তা দেন অতিশি।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...