Thursday, November 13, 2025

মেয়েটির যন্ত্রণার মুখ! আর জি করে মূর্তি উন্মোচনকে ভর্ৎসনা কুণালের

Date:

Share post:

আর জি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ নিয়ে গুগলকে (Google) পর্যন্ত সংশোধনের নির্দেশিকা জারি করেছে। কোনওভাবে তাঁর অসম্মানে রাজ্য পুলিশ তথা সব ধরনের সমাজকে সতর্ক করা হয়েছে। সেখানে নির্যাতিতার যন্ত্রণাকাতর মুখকে আর জি করের চিকিৎসকরাই ‘উৎসব পালনে’র মতো করে তুলে ধরলেন মহালয়ার (Mahalaya) দিন। চিকিৎসকদের এই কীর্তিতে তাঁদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। সুপ্রিম কোর্ট ও দেশের গাইডলাইনও স্মরণ করিয়ে দিলেন তিনি।

বুধবার, মহালয়ার দিন আর জি কর প্রাঙ্গনে (R G Kar Hospital) অভয়ার মূর্তি উন্মোচন করা হয় জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে। আর সেই মূর্তি প্রতীকী হিসাবে তুলে ধরে যন্ত্রণা কাতর এক নারীর ছবি। আদতে এভাবে মূর্তি বসানো যে সুপ্রিম কোর্টের (Supreme Court) মূল উদ্দেশ্যের পরিপন্থী, মনে করিয়ে কুণালের দাবি, “তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না।”

আর জি করের ঘটনায় গোটা বাংলা সরব হয়েছে। সাধারণ মানুষ থেকে রাজ্য সরকার পর্যন্ত বিচারের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার এই ধরনের মূর্তি তৈরি নিয়ে প্রশ্ন তুলে কুণাল বলেন, “প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন (guideline) আছে।”

spot_img

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...