Tuesday, August 26, 2025

পুজোয় অশান্তির ছক! একগুচ্ছ নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Date:

Share post:

দুর্গাপুজোর মরশুমে কোনও ধরনের অশান্তি বা নাশকতামূলক কার্যকলাপের সম্ভাবনা নির্মূল করতে আগে থেকে সতর্ক কলকাতা পুলিশ। মহালয়ার আগেই জারি হল একগুচ্ছ নির্দেশিকা। শহরের নিরাপত্তায় আগামী দুমাস এই নির্দেশিকার পালনের নির্দেশ নগরপাল মনোজ ভার্মার।

সাইবার নির্দেশিকা: শহরের বহুল ব্যবহৃত সাইবার ক্যাফেগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক সাইবার ক্যাফে ব্যবহারকারীর সচিত্র পরিচয়পত্র ছাড়া কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হবে না। প্রত্যেক ব্যবহারকারীর নাম পরিচয় তালিকাভুক্ত করে রাখতে হবে। কারো প্রতি সন্দেহ তৈরি হলে দ্রুত স্থানীয় থানায় জানাতে হবে। প্রত্যেক মেশিনে ব্যবহার হওয়ার তথ্য ছয়মাস সংরক্ষণ করতে হবে।

দূষণ নির্দেশিকা: কোনও ধরনের অপচনশীল বস্তু পোড়ানো যাবে না। বাড়ির বর্জ্য পোড়ানোয় জারি হল নিষেধাজ্ঞা। সেই সঙ্গে কাঁচ, টিউবলাইট, পারদের জিনিস ও ব্যাটারি জাতীয় জিনিস পোড়ানোয় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

বাড়ি ভাড়া নির্দেশিকা: কোনও ধরনের ঝুঁকি এড়াতে কলকাতা পুলিশের অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া বা কাউকে পেয়িং গেস্ট রাখতে গেলে তাঁদের সম্পর্কে বিস্তারিত পরিচয় সংগ্রহ করতে হবে। নতুন করে কাউকে ভাড়াটিয়া বা পেয়িং গেস্ট রাখলে স্থানীয় থানায় জানাতে হবে। সেই সঙ্গে ভাড়াটিয়ার সমস্ত বিবরণ থানায় জমা দিতে হবে।

জমায়েত নির্দেশিকা: সম্প্রতি শহরের নির্দিষ্ট কিছু এলাকায় জমায়েতের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই সীমাবদ্ধ এলাকার পরিসর বাড়ানো হয়। হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত ফেয়ারলি প্লেস এবং ইন্ডিয়ান এক্সচেঞ্জ, শহিদ ক্ষুদিরাম বসু সরণি এবং রানি রাসমণি অ্যাভিনিউ, ব্রাবোর্ন রোড, ডালহৌসি, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, স্ট্র্যান্ড রোড এবং লালবাজার চত্বরেও সব রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। শহরের আরও কিছু এলাকায় পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

spot_img

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...