Saturday, November 8, 2025

টাইম মেশিনে ফিরবে যৌবন! ৩৫ কোটি হাতিয়ে গায়েব দম্পতি

Date:

Share post:

বয়সতো সংখ্যা মাত্র! তবে সেই সংখ্যা যদি কমিয়ে ফিরে যাওয়া যায় যৌবনে? নতুন উদ্যমতার সাথে আবার একটা নতুন ইনিংস। হয়তো এই ভাবনায় মাথা চারা দিয়েছিল কানপুরের একাধিক প্রবীণদের মাথায়। কিন্তু প্রত্যাশা পূরণ তো দূরের কথা, যৌবন ফেরানোর বিড়ম্বনায় প্রায় ৩৫ কোটি হারিয়ে বৃদ্ধ বয়সে হা হুতাস ছাড়া রইলো না কোন উপায়। টাইম মেশিন (Time Machine) দিয়ে কমিয়ে দেওয়া হবে বয়স। এমনই প্রতিশ্রুতি দিয়ে প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে ৩৫ কোটি টাকা আত্মসাৎ অভিযোগ উঠল কানপুরের (Kanpur)দম্পতির বিরুদ্ধে।

অভিযোগ,’ইজরায়েলে তৈরি টাইম মেশিন’ দিয়ে বয়স কমিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিত ওই দম্পতি প্রায় ৩৫ কোটি টাকার প্রতারণা করেছে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত রাজীব কুমার দুবে ও তাঁর স্ত্রী রশ্মি দুবে কানপুরে রিভাইভাল ওয়ার্ল্ড নামে একটি থেরাপি সেন্টার (therapy centre) খুলেছিল। তাঁদের দাবি ছিল, ইজরায়েল থেকে আনা একটি মেশিন দিয়ে তাঁরা কোনও ব্যক্তির বয়স ৬০ থেকে কমিয়ে ২৫ বছর করে দিতে পারে। গ্রাহকদের তাঁরা প্রতিশ্রুতি দেন,’অক্সিজেন থেরাপি’ (Hyperbaric Oxygen Therapy) দিয়ে হারানো যৌবন ফিরে পাওয়া যেতে পারে। এক্ষেত্রে তাঁদের কৌশল ছিল ‘দূষিত বাতাস থিয়োরি’। গ্রাহকদের বলা হত, দূষিত বাতাসের কারণে তাঁদের শরীরে দ্রুত বার্ধ্যকের ছাপ পড়ছে, ‘অক্সিজেন থেরাপি’ (Hyperbaric Oxygen Therapy) দিয়ে মাস কয়েকের মধ্যে আগের ঝলমলে চেহারা ফিরে আসবে।

রেণু সিং নামে এক প্রতারিত গ্রাহক এই বিষয়টি নিয়ে পুলিসের দ্বারস্থ হলে ব্যাপারটি প্রথম প্রকাশ্যে আসে। তিনি দাবি করেছেন ১০.৭৫ লাখ টাকার প্রতারণার (fraud) শিকার হয়েছেন তিনি। এপ্রসঙ্গে সেই মহিলা জানিয়েছেন, ‘অক্সিজেন থেরাপি’-র নামে আরও প্রায় ১০০ জনকে ওই দম্পতি প্রতারণার জালে ফেলেছে । আনুমানিক প্রায় ৩৫ কোটি টাকার প্রতারণা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিস (Police) অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...