Wednesday, November 12, 2025

হুথি ঘাঁটিতে হামলা আমেরিকা-ইংল্যান্ডের, লড়াইয়ে বিবাদে ট্রাম্প-বাইডেন

Date:

Share post:

অবশেষে ইজরায়েল-ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে গেল আমেরিকা-ইংল্যান্ড। ইজরায়েলকে বাগে আনতে যে হুথিরা হাত মিলিয়েছে হিজবুল্লার সঙ্গে, সেই হুথিদের উপর হামলা শুরু করলে আমেরিকা ও ইংল্যান্ডের যুদ্ধ বিমান। যদিও এই পরিস্থিতিতেও লড়াইয়ের পন্থা নিয়ে বিবাদে ট্রাম্প ও বাইডেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবি, হামলার প্রতিশোধ নিতে ইজরায়েলের উচিত প্রথমে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা করা। যদিও বাইডেন এই প্রস্তাব সাফ নাকচ করে দিয়েছেন।

রিপাবলিকান (Republican) প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে খুব কমই মধ্যপ্রাচ্য অস্থির পরিস্থিতি নিয়ে কথা বলছেন। গত বুধবার ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”যখন তাঁকে (বাইডেনকে) এই প্রশ্ন করা হলো, তাঁর উত্তর হওয়া উচিত ছিল প্রথমে পরমাণু ঘাঁটিতে হামলা করুন। বাকিটা পরে দেখা যাবে।”

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে(Joe Biden) প্রশ্ন করা হয়, প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানের পরমাণু ঘাঁটিতে (nuclear-sites) হামলা করলে তিনি তাতে সমর্থন করবে কিনা? এর জবাবে বাইডেন বলেন,”না।” কার্যত স্পষ্ট মধ্যপ্রাচ্যের লড়াই কতটা প্রভাবিত করছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনকেও।

তবে পারমাণবিক কেন্দ্রে না হলেও চারদিক থেকে চাপ প্রয়োগ শুরু করল আমেরিকা। সঙ্গী ইংল্যান্ড। ইয়েমেনের (Yemen) বিভিন্ন শহরে বোমারু বিমান থেকে হামলার পাশাপাশি ড্রোন হামলা চালানোর দাবি ইয়েমেনের। রাজধানী সানা (Sanaa) সহ ডামার (Dhamar), মুকায়রাস শহরেও হামলা চালানো হয়েছে বলে দাবি হুথি জঙ্গিদের। লেবাননের হিজবুল্লা বা গাজার হামাস, সব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে ইজরায়েলের উপর হামলা চালানোর কাজ করছিল হুথিরা। যদিও ইয়েমেনে হামলা চালানো নিয়ে আমেরিকার দাবি, বাণিজ্যিক জলপথ লোহিত সাগরকে (Red Sea) ভয়মুক্ত করতে হুথি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় তারা।

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...