বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো (Durga puja)। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। বেশিরভাগ জায়গাতেই প্রস্ততি প্রায় শেষের দিকে। শুধু রাজ্য নয় দেশেরও নানা জায়গায় চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দুর্গাপুজোর জন্য ফিরে আসছেন আমোদেপ্রমোদে বাঙালিরা। তবে ব্যস্ততার জেরে যাঁরা বিদেশে থাকেন, তাঁদের পুজো কেমন কাটে? অনেকের মনেই প্রশ্ন থাকে, খাঁটি বাঙালি সংস্কৃতির দুর্গাপুজো কি বিদেশের (Foreign)মাটিতে পাওয়া যাবে? সেই সন্দেহ মিটিয়ে দিতে পারে আমেরিকার এই দুর্গাপুজো।

হাতা-খুন্তি নেড়ে ভোগ রান্না করেন হয়তো কোন ইঞ্জিনিয়ার, ছুরি হাতে ভোগের জন্য সব্জি কাটেন কোন বৈজ্ঞানিক, আবার হয়তো আইটি সেক্টরের সঙ্গে যুক্ত গৃহবধূ ব্যস্ত হাতে গুছিয়ে দেন নৈবেদ্য আর পুষ্পপাত্র। কারণ পেশাগত দিক দিয়ে কেউ ইঞ্জিনিয়ার, কেউবা চিকিৎসক, বৈজ্ঞানিক, অধ্যাপক, অথবা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত। ওরা কলকাতা থেকে প্রায় ১৬ হাজার মাইল দূরে আমেরিকায় (America)বসবাসকারী প্রবাসী বাঙালি।
পেশার টানে দীর্ঘদিন ধরে বিদেশ বাস করলেও দেশের প্রতি, নিজ রাজ্যের প্রতি টান বা সংস্কার ওদের এতটুকু কমেনি। তাই পেশার প্রতি দায়িত্ববোধ ও দূরত্বের জন্য ইচ্ছে থাকলেও ফেরা যায়না। ফলে সুদূর প্রবাসে নিজেদের মত করেই দুর্গাপুজোয় মেতে ওঠে তাঁরা। আজও ধারাবাহিকভাবে সেটা চলে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সেই চিত্রই যেন ধরা পড়ল আমেরিকার ঘরোয়া বাঙালি ক্লাবের (Gharoaa bangali club)২০২৪ এর দুর্গাপুজোয়।

আরও পড়ুন- আমরাও প্রতিবাদী কিন্তু নাটক করছি না: ‘উৎসবে নেই’ ট্যাগ লাইনকে তীব্র আক্রমণ কুণালের
