Sunday, November 9, 2025

রাউস অ্যাভেনিউ কোর্টে স্বস্তি লালু ও দুই পুত্রের, জামিন মঞ্জুর

Date:

Share post:

ধোপে টিকল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)-র আনা অভিযোগ। আর্থিক বেনিয়মের মামলায় জামিন মঞ্জুর হল লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ও তাঁর দুই ছেলের। মূলত জমির বিনিময়ে রেলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি (RJD) নেতা লালু প্রসাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তবে সমন দিয়ে ডেকে পাঠালেও জামিন মঞ্জুর হল তিনজনের।

সোমবার মাথাপিছু ১ লক্ষ টাকার বন্ডে আরজেডি (RJD) নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু ও তাঁর দুই ছেলের জামিন মঞ্জুর করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। জমি ও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় এই জামিন দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, তদন্ত চলাকালীন তাঁদের গ্রেফতার করা যাবে না। পাসপোর্ট (passport) জমা রাখতে হবে। তদন্তে সহায়তা করতে হবে এবং কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না।

লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন জমি ও টাকার বিনিময়ে বিহারের বহু যুবককে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয় বলে অভিযোগ। লালু-তেজস্বীর ছাড়াও এই ঘটনায় অভিযোগ ওঠে লালুর স্ত্রী রাবড়ী দেবী এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধেও। ঘটনার তদন্তে নামে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, চাকরির বিনিময়ে একাধিক যুবকের থেকে জমি নেওয়া হয়েছিল। সেই জমি তাঁরা লালুর পরিবারের সদস্য এবং ‘একে ইনফোসিস্টেমস’ সংস্থার নামে করেছিলেন। এরপর ২০২৩ সালের জুলাই মাসে সিবিআই আগেই চার্জশিট দিয়েছিল লালু, রাবড়ী এবং তেজস্বীর বিরুদ্ধে। ইডি (ED) প্রমাণ হিসাবে ৯৬টি নথির ভিত্তিতে ৬ অগাস্ট ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট (chargesheet) দাখিল করে। এই মামলাতেই ৭ অক্টোবর জামিন (bail) পেল লালুর পরিবার।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...