Wednesday, January 14, 2026

জয়নগর ঘটনায় সিবিআইতে না! কী জানাল কলকাতা হাইকোর্টের বিচারপতি?

Date:

Share post:

জয়নগরে ছোট্ট একরত্তির মৃত্যুর ঘটনা নাড়া দিয়ে গিয়েছে গোটা রাজ্যবাসীকে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মৃত শিশুর পরিবার। পাশাপাশি তাঁদের দাবি এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হোক। সেই সংক্রান্ত মামলা সোমবার ওঠে কলকাতা হাইকোর্টে। জয়নগরের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। তবে কার্যত এখুনি সিবিআইতে (CBI) হাতে তদন্তভার দিতে নারাজ কলকাতা আদালত। ফলে সেই মামলার অনুমতি এখনই দেওয়া হল না।

সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (T. S. Sivagnanam) এজলাসে এই আবেদন করা হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি বলেন, আগে ময়নাতদন্তের রিপোর্ট দেখে আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। একইসাথে প্রধান বিচারপতি আইনজীবীকে অপেক্ষা করার নির্দেশ দিলেন। প্রয়োজনে পুজার ছুটির পরে এ বিষয়ে মামলা হতে পারে বলে জানালেন প্রধান বিচারপতি।

এর আগে নিহত নাবালিকার ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চেয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। রবিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে জরুরী ভিত্তিতে শুনানিতে বসেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মামলার নির্দেশে অনুযায়ী সোমবার কল্যাণী এইমস হাসপাতালে(kalyani Aiims) ময়নাতদন্ত হয়। এর পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। তারপর কুলতলির গ্রামে নিয়ে যাওয়া হবে নাবালিকার মৃতদেহ। সেখানেই আজ শেষকৃত্য সম্পন্ন হবে। কোনওভাবে যাতে উত্তেজনা না ছড়ায়,সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।

আরও পড়ুন- রাত পোহালেই নির্বাচনের ফল: জম্মু-কাশ্মীর, হরিয়ানায় চূড়ান্ত প্রস্তুতি

 

spot_img

Related articles

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...