Thursday, August 28, 2025

বাংলার উৎসবকে অপমানের অধিকার নেই: উপাচার্যকে কড়া জবাব কুণালের

Date:

Share post:

আর জি করের আন্দোলনের পাশে দাঁড়াতে গিয়ে দুর্গোৎসবকে কার্যত হেয় করে বসলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। উৎসব নাকি মানুষের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে! অভিযোগ উপাচার্যের। এর পাল্টা কড়া জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তাঁর মতে, বাংলার উৎসবকে অপমান করার অধিকার উপাচার্যের নেই। পাল্টা কুণালের দাবি, শান্তা দত্তকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছেন রাজ্যপাল।

সোমবার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে উপাচার্য বলেন, উৎসব নাকি বাংলার মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। শান্তা দত্তের কথায়, “মানুষ এখন বিচার চাইছেন। সরকার প্রশাসনের উচিত সঠিক বিচার করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা। যাতে আগামিদিনে এই ধরনের ঘটনা না ঘটে।” একই সঙ্গে তিনি জানান, “আমাদের ছেলেমেয়েরা, ভাই-বোনেরা অনশন করছে, ঠাকুর দেখতে বেরিয়ে আগে একবার অনশন মঞ্চে যাবেন। প্রতিবাদটা ভুলে যাবেন না।”

এর পাল্টা তীব্র প্রতিবাদ করে কুণাল ঘোষ বলেন, বাংলার মানুষের উৎসবকে এভাবে অপমান করার অধিকার উপাচার্যের নেই। শান্তা দত্তের নিয়োগ নিয়ে সরাসরি না বললেও তৃণমূল নেতার কথায়, উপাচার্যকেই কলকাতা বিশ্ববিদ্যালয় জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তাঁর চেয়ারটা কতদিন থাকে সেটাই দেখার। একইসঙ্গে শান্তা দত্ত যদি চান তাহলে তাঁকে কলকাতার বেশ কয়েকটি পুজোর পাস কুণাল পাঠিয়ে দেবেন বলেও জানান। তাঁর কথায়, সেইখানে ভিড়ের সামনে গিয়ে শান্তা একবার বলে দেখান, যে উৎসবটা চাপিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সম্বল শুধুই ভক্তিরস! বিল গেটসের পাড়ার দুর্গা পুজোয় ব্রাত্য পঞ্জিকা

spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...