Saturday, August 23, 2025

সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের

Date:

Share post:

আর জি কর কাণ্ড নিয়ে অনশনে ৮ জুনিয়র ডাক্তার। তাদের সহমর্মিতা দেখাতে সরকারি হাসপাতালের (Hospital) চিকিৎসকদের ‘লোক দেখানো’ পদত্যাগের পরে এবার কর্মবিরতিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা (Doctor)। তবে একে কর্মবিরতি না বলে আংশিক কর্মবিরতি বলতে চাইছেন তাঁরা এবং তাঁদের আশ্বাস এর জেরে জরুরি পরিষেবা বন্ধ হবে না। আবার একইসঙ্গে তাঁদের দাবি, কোনটা জরুরি সেটা ঠিক করবেন তাঁরাই!
শনিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা (Doctor) জানান, সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। ১৪ অক্টোবর সকাল ৬টা থেকে ১৬ অক্টোবর সকাল ৬ – ৪৮ ঘণ্টার আংশিক কর্মরিরতি পালন করা হবে। এই কর্মবিরতির কারণে জরুরি বিভাগ ছাড়া বেসরকারি হাসপাতালগুলির সব পরিষেবা বন্ধ থাকবে। এর জেরে রোগী-ভোগান্তির আশঙ্কা থাকছে। কিন্তু চিকিৎসকদের বক্তব্য, ‘‘এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। জনগণ প্রথম থেকেই চিকিৎসকদের পাশে রয়েছেন। আমরা জনগণের কথা ভেবে জরুরি ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে। কোনও রোগীর কোনও অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন, যদি কখনও কোনও জরুরি অবস্থা হয়, তখন যে কোনও সময়ে হাসপাতালে যাবেন, চিকিৎসকেরা সব সময় সাহায্য করবেন।’’
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রথম থেকেই রয়েছেন সিনিয়ররা। শনিবার ধর্মতলা চত্বর থেকেই দু’দিনের আংশিক কর্মবিরতির ডাক দিলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। তবে প্রশ্ন উঠছে, বেসরকারি হাসপাতালে অযথা রোগীর বিল বাড়ানো, টাকা না দিলে দেহ না ছাড়া, অপ্রয়োজনীয় ওষুধ এবং টেস্ট করানো- এইসব বেনিয়মের বিরুদ্ধে কবে আওয়াজ তুলবেন এই আন্দোলনকারী চিকিৎসকরা!







spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...