মহারাজকে মারধরের অভিযোগ উঠল কোচবিহার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। সিতাই থানার অন্তর্গত আদাবারী অঞ্চলের সিতাই রামকৃষ্ণ সেবাশ্রমে আশ্রমের অধ্যক্ষ বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজকে মারধরের অভিযোগ। ঘটনার বিরুদ্ধে স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভের সামিল হন।

অভিযোগ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায় সিতাই ব্লকের শিলদূয়ার গ্রামে সালটিবাড়ি বিবেকানন্দ আশ্রমে আসেন সেখানে এসে সেখানকার মহারাজের সাথে বাক-বিতণ্ডে জড়িয়ে পড়েন এবং শাল্টি বাড়ির মহারাজকে অকথ্য গালিগালাজ করেন এবং মারধর করেন বলে অভিযোগ। এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উত্তেজিত জনতা পথ অবরোধ করছেন অনন্ত মহারাজের শাস্তির দাবিতে। ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটার এসডিপিও এবং আইসি এখনো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ।যদিও এনিয়ে অনন্ত মহারাজের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন- মঙ্গলের দুপুরে শুনানি আর জি কর মামলার, সবার নজর শীর্ষ আদালতে
