Friday, January 2, 2026

মুর্শিদাবাদের সালারে খুন তৃণমূল কর্মী, ধৃত ২

Date:

Share post:

গ্রামের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি -মিল্কিপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আলাই শেখ (৫৫)। সালার থানার পুলিশ দেহটি উদ্ধার করে কান্দি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সালার থানার পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।
জানা গিয়েছে, সোমবার সন্ধে নাগাদ কান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আলাই শেখ নামে তৃণমূল কংগ্রেসের ওই কর্মী। এরপর রাতের দিকে স্থানীয় আর এক ব্যক্তির সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি থাকা৪র সময় ৫-৬ জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং লাঠি দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় আলাইকে উদ্ধার করে প্রথমে সালার হাসপাতাল পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আবুল হোসেন বলেন, মৃত ব্যক্তি আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। কি কারণে তাকে খুন হতে হল পুলিশ তা তদন্ত করে দেখছে। মৃত ওই ব্যক্তির এক ভাইপো রউফ শেখ দাবি করেন, আমার কাকা আলাইকে যে দুষ্কৃতীরা খুন করেছে তারা সপ্তমীর রাতে আমাকে খুন করার চেষ্টা করেছিল। গতকাল রাতে আমাকে না পেয়ে আমার কাকা আলাইকে খুন করা হয়েছে। কি কারণে এই ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখুক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি নিয়ে বিবাদের সূত্রপাত। সেই সময় ৫-৬ জন ব্যক্তি হটাৎই আলাইকে আক্রমণ করে বসে।









spot_img

Related articles

এই হল বিজেপির হিন্দুত্ব! একের পর এক অডিও শুনিয়ে গেরুয়া শিবিরকে নিশানা অভিষেকের

”বাংলাদেশে যে নির্মমভাবে হিন্দুদের মারা যাচ্ছে, দীপু দাসকে খুন করা হয়েছে, তা দেখছেন। আর যার নেতৃত্বে হিন্দুদের মারা...

IWL: শক্তিশালী দলের বিরুদ্ধে দুরন্ত জয়, ইস্টবেঙ্গলের লক্ষ্য এবার দ্বিতীয় রাউন্ড

ইন্ডিয়ান উইমেন্স লিগে(IWL) জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের(East Bengal)। শুক্রবার ওডিশার দল নীতা এফএ-র বিরুদ্ধে ৫-০ গোলে জিতল লাল...

লালবাজারে পরম-যিশু-শ্রীকান্ত মোহতা: কুরুচিকর আক্রমণে পুলিশের দ্বারস্থ টলিউড

টলিউডে ট্রোলিংয়ের শিকার অভিনেতা থেকে পরিচালক-প্রযোজক পর্যন্ত। এই ঘটনা নতুন নয়। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও তাঁর...

ব্যারেটোর দলের বিরুদ্ধে ড্র রয়্যাল সিটির, জিতল কোপা টাইগার্স

জমজমাট শ্রাচি আয়োজিত   বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)।  শুক্রবার ছিল দুটি ম্যাচ।  হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে দিনের প্রথম...