Sunday, August 24, 2025

রেড রোডে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল, সেরা গান মুখ্যমন্ত্রী লেখা “অঞ্জলি লও”

Date:

Share post:

প্রতিবারে মতো এবারও বর্ণাঢ্য দুর্গাপুজোর কার্নিভালের (Carnival) রেড রোডে (Red Road)। মঙ্গলবার অনুষ্ঠানের সূচনা হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুর দেওয়া গান দিয়ে। মঞ্চে গানটি পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানের তালে নৃত্য পরিবেশন করা হয়। এই গানে অনেক পুজো কমিটিই এই গানে নাচ করেন। গানটিকে কার্নিভ্যালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণা করা হয়।

এদিন দুপুর গড়াতেই রেড রোডে মানুষের ভিড় উপচে পড়ে। নির্দিষ্ট সময়ের আগেই সব আসন কানায় কানায় ভরে যায়। চারটের আগেই রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। ছিলেন তারকা সাংসদ-বিধায়করা। সঙ্গে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও। রয়েছেন সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ নুসরত জাহান, বিধায়ক সোহম চক্রবর্তী। পরে অনুষ্ঠানের পরে যোগ দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য। ছিলেন সুভদ্রা, সৌমিতৃষা, ভরত কল, নীল-সহ টলিউডের একঝাঁক নক্ষত্র। বহু বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।

এদিন রেড রোডের কার্নিভালে মোট ৮৯টি পুজো অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালে (Carnival) গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোর শোভাযাত্রায় পুরোভাগে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর লেখা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন চন্দ্রিমা। পাশাপাশি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আলিপুর বডিগার্ড লাইনস-এর হয়ে অনুষ্ঠান করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।







spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...