গত দুদিনে একের পর এক বিমানে বোমাতঙ্ক ঘিরে চরম অস্বস্তিতে বিমান পরিবহন সংস্থাগুলি থেকে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রক (Ministry of Aviation)। বলা বাহুল্য প্রতি ক্ষেত্রেই হুমকির বার্তা ছিল ভুয়ো। তবে নিরাপত্তার খাতিরে বিমানগুলির জরুরি অবতরণের জন্য আর্থিক ক্ষতির মুখে বিমান সংস্থাগুলি। তড়িঘড়ি সংসদীয় কমিটির (Parliamentary Committee) বৈঠক ডেকেছে কেন্দ্র সরকার। সেই বৈঠকের দিনই ফের বোমাতঙ্কের উড়ো খবর দুই বিমানে। বুধবার সেই দুই বিমানেরও জরুরি অবতরণ করানো হয়।

বুধবার বিমানে বোমার হুমকি নিয়ে বৈঠকে বসে সংসদের পরিবহন সংক্রান্ত কমিটি (Parliamentary Committee for Transport)। সেখানে বিমান পরিবহন মন্ত্রকের সেক্রেটারি দাবি করেন বিমানে বোমা থাকার হুমকি কোথা থেকে আসছে তা চিহ্নিত করতে পারা গিয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার কাজও শুরু হয়েছে, দাবি করেন সেক্রেটারি (secretary)।

যদিও কেন্দ্রীয় মন্ত্রকের সচিবের আশ্বাস যে আদৌ কতটা নির্ভরযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলছে বুধবারের আরও দুটি বোমাতঙ্ক। বুধবার মুম্বই থেকে দিল্লি রওনা দিয়েছিল একটি ইন্ডিগোর (Indigo) বিমান। মাঝপথে বোমাতঙ্কের খবর পাওয়ায় বিমানটি দিল্লি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বিমান ঘুরিয়ে আহমেদাবাদে জরুরি অবতরণ করানো হয়। আবার দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি আকাশা এয়ারের (Akasa air) বিমানেও বুধবার বোমা থাকার হুমকি আসে। সেই বিমানটিও বেঙ্গালুরু আসতে পারেনি। তাকে ফের দিল্লি পাঠিয়ে দেওয়া হয়।
