Sunday, August 24, 2025

পাকিস্তানে জঙ্গি-বিরোধী বার্তা জয়শঙ্করের, স্বাগত জানালো না এসসিও দেশগুলি!

Date:

Share post:

ভারত পাকিস্তান এক মঞ্চে থাকলে জঙ্গিদমন নিয়ে আলোচনা হবে না, এমনটা হতেই পারে না। সেই সঙ্গে এসসিও (SCO) মঞ্চে চিনের উপস্থিতি ভালো প্রতিবেশী হওয়ারও দাবি জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তবে রাশিয়া-চিনের নেতৃত্বে সংঘটিত এসসিও বৈঠকে ভারতের জঙ্গিবিরোধী, বিচ্ছিন্নতা বিরোধী, চরমপন্থী বিরোধী বার্তাকে তেমন আমল দেওয়া হল না। ইসলামাবাদে (Islamabad) আয়োজিত এসসিও বৈঠকে তার থেকে বেশি গুরুত্ব পেল বাণিজ্যিক চুক্তি ও কর্মসংস্থান।

বুধবার পাকিস্তানের ইসলামাবাদে (Islamabad) অনেক জল্পনার পরে এসসিও (SCO) বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই তিনি তিন অশুভ (three evils) বলে উল্লেখ করেন আতঙ্কবাদ (terrorism), বিচ্ছিন্নতাবাদ (separatism) ও চরমপন্থাকে (extremism)। বিশ্বাস, পাস্পরিক আলাপচারিতা, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সম্পর্কের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধানে পৌঁছানোর বার্তা দেন তিনি। বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে পক্ষপাতিত্বের নজির থাকলে কোনওভাবেই এসসিও অন্তর্ভুক্ত দেশগুলির পক্ষে এগিয়ে যাওয়ার সম্ভব হবে না বলেই দাবি করেন তিনি।

এসসিও (SCO)-র ২৩তম বৈঠকে সংগঠনের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে নিয়ম মেনে, বিভাজন মানসিকতা থেকে সরে এসে, উন্মুক্ত, সঠিক, গঠনমূলক ও স্বচ্ছ বহুমতক্রমে সিদ্ধান্ত নিয়ে বাণিজ্যে জোর দেওয়া হয়। সেই সঙ্গে আন্তর্জাতিক খাদ্য সংকটের বিরুদ্ধে লড়াইয়ের পন্থা ও ওষুধের ব্য়বহারের উপর জোর দেওয়া হয়। এই প্রসঙ্গে ভারতের চিরাচরিত ওষুধ (traditional medicine) নিয়ে ভারতের ভূমিকার প্রশংসা করা হয়। এছাড়াও ভারতের স্টার্টআপ (startup) ব্যবসা সংক্রান্ত নীতিগুলিকে মান্যতা দিয়ে চুক্তির অন্তর্ভুক্ত করা হয়। বুধবারই বৈঠক শেষে ভারতে ফেরেন জয়শঙ্কর।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...